লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ
১৮ মে শনিবার সন্ধের পর তমলুক শহরে রোড শো করেন মীনাক্ষী। বাম প্রার্থী সায়নের সমর্থনে এই রোড শো তে বহু বাম নেতাকর্মীরা পা মেলান। তমলুক শহরের মানিকতলা থেকে শুরু হয় এই রোড শো। বিভিন্ন রাস্তা হয়ে হসপিটাল মোড়ে এসে শেষ হয়। সেখানে তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ানের সমর্থনে একটি পথসভা হয়। ১৭ মে শুক্রবার তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দোপাধ্যায়। বাম নেতাকর্মীরা কর্মীরা বলেন তারই পাল্টা হিসাবে এদিন মীনাক্ষীর এই রোড শো।
advertisement
তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ মে। ২৩ মে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল তাদের লোকসভা প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পারবেন। ফলে হাতে আর বেশি সময় নেই। তাই প্রতিটি রাজনৈতিক দল শেষ পর্বের প্রচারে বাড়তি জোর দিয়েছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 1:52 PM IST