TRENDING:

LokSabha Vote 2024: উত্তরবঙ্গে ট্রেনের কামরায় ‌যাত্রীদের পাশে বসে ঝালমুড়ি খেতে খেতে প্রচার বিজেপি প্রার্থীর

Last Updated:

LokSabha Vote 2024: ট্রেনে চেপে ঝালমুড়ি খেতে খেতে প্রচার চালালেন আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।তাকে ট্রেনে দেখে সেলফি ও ফটো তোলায় মত্ত হয়ে ওঠেন যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ট্রেনে চেপে ঝালমুড়ি খেতে খেতে প্রচার চালালেন আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।তাঁকে পেয়ে সেলফি তোলায় মেতে ওঠেন যাত্রীরা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর কোমর বেঁধে ময়দানে নেমেছেন প্রার্থীরা।
advertisement

তবে বুধবার ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারতে দেখা গেল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে।ট্রেনে তাঁকে দেখে অবাক হয়ে যান যাত্রীরা।প্রত্যেক যাত্রীর সঙ্গে কথা বলেন তিনি।ট্রেনে বসেই ঝালমুড়ি খেতে খেতে খোলা মনে গল্পে মজে উঠতে দেখা যায় তাঁকে।

এই বিষয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, “ইন্টারসিটি ট্রেনে চেপে যাতায়াত বেশি করে আলিপুরদুয়ার লোকসভার বাসিন্দারা। তাই জনসংযোগে ট্রেনকেই বেছে নেওয়া।ঝালমুড়ি খেতে খেতে সকলের কথা শুনলাম।”

advertisement

আরও পড়ুন : চৈত্রমাসের বিশেষ দিনে দেবী দুর্গাকে নিবেদন করুন এই দুই ফুল, অশুভ শক্তি দূর হয়ে সংসারে চুম্বকের মতো আসবে টাকা

View More

মনোজ আরও জানান যখন তিনি পড়ুয়া ছিলেন সেই সময় ট্রেনেই কলেজে যেতেন। ঝালমুড়ি খেতে খেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। বুধবার ট্রেনে প্রচার চালানোর সময় সেই পুরনো দিন আবার ফিরে পেলেন। পাশাপাশি যাত্রীদের শুভেচ্ছা পেয়েও খুশি তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
LokSabha Vote 2024: উত্তরবঙ্গে ট্রেনের কামরায় ‌যাত্রীদের পাশে বসে ঝালমুড়ি খেতে খেতে প্রচার বিজেপি প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল