Chaitra Navratri 2024 Rituals: চৈত্রমাসের বিশেষ দিনে দেবী দুর্গাকে নিবেদন করুন এই দুই ফুল, অশুভ শক্তি দূর হয়ে সংসারে চুম্বকের মতো আসবে টাকা

Last Updated:
Chaitra Navratri 2024 Rituals: ঋতু বৈচিত্রের এই সময়েই পালিত হয় চৈত্র নবরাত্রি৷ বাংলার বাইরে এই পার্বণ মূলত পালিত হয়৷ এ সময় কিছু রীতি পালন করলে বছরভর পাওয়া যায় মা দুর্গার আশীর্বাদ৷ অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্যে ভরা থাকবে আপনার সংসার৷
1/7
 পঞ্জিকা অনুযায়ী চলছে চৈত্রমাস৷ ঋতু বৈচিত্রের এই সময়েই পালিত হয় চৈত্র নবরাত্রি৷ বাংলার বাইরে এই পার্বণ মূলত পালিত হয়৷
পঞ্জিকা অনুযায়ী চলছে চৈত্রমাস৷ ঋতু বৈচিত্রের এই সময়েই পালিত হয় চৈত্র নবরাত্রি৷ বাংলার বাইরে এই পার্বণ মূলত পালিত হয়৷
advertisement
2/7
এ বছর চৈত্র নবরাত্রি শুরু হবে ৯ এপ্রিল থেকে৷ এ সময় কিছু রীতি পালন করলে বছরভর পাওয়া যায় মা দুর্গার আশীর্বাদ৷ অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্যে ভরা থাকবে আপনার সংসার৷
এ বছর চৈত্র নবরাত্রি শুরু হবে ৯ এপ্রিল থেকে৷ এ সময় কিছু রীতি পালন করলে বছরভর পাওয়া যায় মা দুর্গার আশীর্বাদ৷ অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্যে ভরা থাকবে আপনার সংসার৷
advertisement
3/7
পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন চৈত্র নবরাত্রিতে কী কী করবেন৷ তাঁর মতে এই কাজগুলি করলে সন্তুষ্ট হন দেবী দুর্গা৷
পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন চৈত্র নবরাত্রিতে কী কী করবেন৷ তাঁর মতে এই কাজগুলি করলে সন্তুষ্ট হন দেবী দুর্গা৷
advertisement
4/7
নবরাত্রিতে দেবী দুর্গাকে নিবেদন করুন লাল রঙের ওড়না বা চুনরি৷ এই রীতি খুবই পবিত্র ও শুভ বলে মনে করা হয়৷
নবরাত্রিতে দেবী দুর্গাকে নিবেদন করুন লাল রঙের ওড়না বা চুনরি৷ এই রীতি খুবই পবিত্র ও শুভ বলে মনে করা হয়৷
advertisement
5/7
 নবরাত্রিতে প্রজ্বলিত করা হয় অখণ্ড জ্যোতি৷ অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা হয় নবরাত্রির শুরু থেকে শেষ পর্যন্ত৷
নবরাত্রিতে প্রজ্বলিত করা হয় অখণ্ড জ্যোতি৷ অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা হয় নবরাত্রির শুরু থেকে শেষ পর্যন্ত৷
advertisement
6/7
যে কোনও দিকে কিন্তু অখণ্ডজ্যোতি জ্বালানো যাবে না৷ সব সময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই বাতি প্রজ্বলন করুন৷ মন্দিরে গেলেও এই রীতি পালন করুন৷
যে কোনও দিকে কিন্তু অখণ্ডজ্যোতি জ্বালানো যাবে না৷ সব সময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই বাতি প্রজ্বলন করুন৷ মন্দিরে গেলেও এই রীতি পালন করুন৷
advertisement
7/7
চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গাকে নিবেদন করুন লাল জবা এবং হলুদ কল্কে ফুল৷ এতে দেবীর আশীর্বাদ লাভ করা যায়৷ অশুভ শক্তি দূর হয়ে উন্নত হয় আর্থিক অবস্থা৷ পরিবারে বজায় থাকে সুখশান্তি৷
চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গাকে নিবেদন করুন লাল জবা এবং হলুদ কল্কে ফুল৷ এতে দেবীর আশীর্বাদ লাভ করা যায়৷ অশুভ শক্তি দূর হয়ে উন্নত হয় আর্থিক অবস্থা৷ পরিবারে বজায় থাকে সুখশান্তি৷
advertisement
advertisement
advertisement