পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ
রোড শো শুরু হওয়ার পর থেকেই মানুষের উচ্ছ্বাস দেখা যায়। এরপর কার্যত জনপ্লাবনের চাপে হিমশিম অবস্থা দেখা যায় সেখানে। ভিড় সামলাতে সমস্যায় পড়তে হয়ে প্রশাসনকে। প্রায় সাড়ে তিন কিলোমিটার রোড শোয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের সঙ্গে হাত মেলায় তৃণমূল কংগ্রেসের সেচ্ছাসেবকরাও।
advertisement
দক্ষিণ চট্টা, আকন্দের পোল, চট্টা বাজার দিয়ে যখন রোড শো মাঝের পোলে পৌঁছায় তখন দুধার থেকে ফুল ছুঁড়তে থাকেন অনেকেই। মহিলারাও পাঠানকে দেখতে ছাদ অথবা ব্যালকনিতে জমায়েত হয়। অনেকেই আবার অটোগ্রাফ নিতে বল এগিয়ে দেয় পাঠানের দিকে।
আরও পড়ুনঃ হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল! শ্রীঘ্রই বিচ্ছেদ? টি-২০ বিশ্বকাপের আগে জোর জল্পনা
এই বিপুল জনপ্লাবন দেখে, ইউসুফ পাঠান জানান,”মানুষ যেভাবে আমাকে সম্মান জানালেন তাতে আমি অভিভূত। অনেকদিন মনে রাখব এই ঘটনা। আরও বেশি করে মনে থাকবে যদি আপনাদের প্রতিটি ভোট অভিষেক বন্দোপাধ্যায়কে দেন। মনে রাখতে হবে আমাদের কাজের ও কাছের প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায়কে বিপুল ভোটে জেতাতে হবে।”
নবাব মল্লিক