লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ : ষষ্ঠ দফায় দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। সাত দফার মধ্যে ষষ্ঠ দফার ভোট আজ। নির্বাচনের ষষ্ঠ পর্বে ভোট হচ্ছে বিহার (৮ আসন), হরিয়ানা (১০ আসন), ঝাড়খণ্ড (৪ আসন), ওড়িশা (৬ আসন), উত্তরপ্রদেশ (১৪ আসন) এবং পশ্চিমবঙ্গ (৮ আসন) এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি (৭ আসন), জম্মু ও কাশ্মীরে (১ আসন)।
ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, শিল্পপতি নবীন জিন্দল এবং কংগ্রেসের রাজ বব্বর।
বাংলার বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া আসনে ভোট। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন দীপক অধিকারী (দেব), অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ, জুন মালিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো, নেপাল মাহাতো, প্রণত টুডু, কালীপদ সোরেন।
রাজ্যে রয়েছে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচনে ৮ টি লোকসভা আসনের নির্বাচনের জন্য কাজে লাগানো হবে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়াতে থাকবে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঝাড়গ্রামে থাকবে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুর ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রে বাহিনী এবং পুরুলিয়া জেলায় ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
এ দিকে ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ২৯,৪৬৮ জন। বাঁকুড়ায় ৬৫২১, ঝাড়গ্রাম ২৪৩৬ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৯০১জন, পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৪ জন, পূর্ব বর্ধমান জেলায় ৭৪৩২ জন, পুরুলিয়া জেলায় ৫৪৬৪ জন। লোকসভা নির্বাচনের পাঁচ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শনিবার। সপ্তম দফার ভোট ১ জুন। ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।
বিকেল পাঁচটা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ, কাঁথিতে ৭৫.৬৬, ঘাটাল ৭৮.৯২, ঝাড়গ্রাম ৭৯.৬৮, মেদিনীপুর ৭৭.৫৭, পুরুলিয়া ৭৪.০৯, বাঁকুড়া ৭৬.৭৯ ও বিষ্ণুপুর ৮১.৪৭
দুপুর তিনটে নাগাদ ৭১% ভোট পড়েছে ঘাটালে, তবে তাতে খুশি নন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘বিকেল চার’টে বাজে, ভোট প্রায় শেষের মুখে এখনও ১৫% ভোট হওয়া বাকি। আমরা এখনও খতিয়ে দেখিনি তবে কেশপুরের অনেকগুলো বুথে রিপোলের দাবি করব’, ভোটের শেষ পর্বে দাবি হিরণের।
ভোটের দুপুরে মহিলাদের সঙ্গে খোশ মেজাজে দেব। যাঁদের সঙ্গে ছবি তুলেছেন, তাঁদের অনেকেই এ বারে প্রথম ভোট দিয়েছেন।
দুপুর ৩টে পর্যন্ত দেশে ভোটদানের হার ৪৯.২০ শতাংশ, সবচেয়ে বেশি ভোট পড়ল বাংলায়। বিহারে ভোট পড়েছে ৪৫.২১ শতাংশ, হরিয়ানায় ভোট পড়েছে ৪৬.২৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে ৪৪.৪১ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৫৪.৩৪ শতাংশ, দিল্লিতে ভোট পড়েছে ৪৪.৫৮ শতাংশ, ওড়িশায় ভোট পড়েছে ৪৮.৪৪ শতাংশ, উত্তর প্রদেশে ভোট পড়েছে ৪৩.৯৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.১৯ শতাংশ।
ভোটের দিন জিলিপিতে মজলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। মুড়ি-ঘুগনিতে মন দিলেন সুজাতার প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
তমলুক – ৭১.৬৩%
কাঁথি – ৭১.৩৬%
ঘাটাল – ৭১.৩৪%
ঝাড়গ্রাম – ৭২.২৬%
মেদিনীপুর – ৬৭.৯১%
পুরুলিয়া – ৬৬.০৬%
বাঁকুড়া – ৬৭.৪১%
বিষ্ণুপুর – ৭৩.৫৫%
মোট ভোটদানের হার ৭০.১৯ শতাংশ।
একই ব্যাক্তি একাধিক ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে হাতেনাতে ধরা পড়ে বেধড়ক মার খেলেন। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত কোতুলপুর থানার পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৪ নম্বর বুথে। আক্রান্ত ব্যক্তির নাম মানিক পাঠান।
আনন্দপুরের নয়াপাড়াতে বোমা উদ্ধার। বুথের পিছনে বাঁশ বাগানে এলাকার লোকজন দেখতে পায় দুটি বোমা। পুলিশে খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।
#WATCH | After casting his vote for the #LokSabhaElections2024 , former Indian Cricketer Kapil Dev says “I feel very happy that we are under democracy. The important thing is to pick the right people for your constituency…What we can do is more important than what the govt can… pic.twitter.com/Cl0XAb71Aq
— ANI (@ANI) May 25, 2024
দিল্লিতে সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব।
ষষ্ঠ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.১৩ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ৫৪.৮০ শতাংশ ভোট পড়েছে ১টা পর্যন্ত। ঝাড়খণ্ডে ৪২.৫৪ শতাংশ, বিহারে ৩৬.৪৮ শতাংশ, হরিয়ানায় ৩৬.৪৮ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৩৫.২২ শতাংশ, দিল্লিতে ৩৪.৩৭ শতাংশ, ওড়িশায় ৩৫.৬৯ শতাংশ, উত্তর প্রদেশে ৩৭.২৩ শতাংশ ভোট পড়েছে।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী ব্লকের পাথরা এলাকায় দুর্ঘটনার কবলে নির্বাচন কমিশনের গাড়ি। আজ আচমকাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির চালক শুক্রদেব সোরেন।
তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল বিধানসভার ২১৮ নম্বর বুথের CPIM পোলিং এজেন্টকে পোলিং বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারকে ধমক দিয়ে CPIM-র পোলিং এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে যান।
ষষ্ঠ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে আর সেই বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে পুলিশ অবজারভার আইপিএস ভিকে কৃষ্ণ কুমার। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া আপাতত চলছে, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা ভিন রাজ্যের সঙ্গে যুক্ত হওয়ায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, মূলত তারই পরিদর্শনে পুলিশ অবজারভার।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোণা রোড সংলগ্ন ১৩৪ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে, এমনটাই জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
তমলুক – ৫৭.৬৪%
কাঁথি – ৫১.৬৬%
ঘাটাল – ৫৭.৩১%
ঝাড়গ্রাম – ৫৬.৯৫%
মেদিনীপুর – ৫১.৫৭%
পুরুলিয়া – ৫০.৩৪%
বাঁকুড়া – ৫৪.২১%
বিষ্ণুপুর – ৫৮.৬৪%
মোট ভোটদানের হার ৫৪.৮০ শতাংশ