TRENDING:

Lok Sabha Elections 2024 Uttam Barik: দুই উত্তম, দু'জনেই লোকসভার প্রার্থী! কাঁথিতে 'নেমসেক' জটিলতা, চিন্তায় ভোটাররা

Last Updated:

Lok Sabha Elections 2024 Uttam Barik: শুধুমাত্র নামের কারণেই লোকসভা ভোটে বাড়তি নজর কাড়ছে কাঁথি লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী। কী কাণ্ড...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: শুধুমাত্র নামের কারণেই লোকসভা ভোটে বাড়তি নজর কাড়ছে কাঁথি লোকসভা কেন্দ্রের এক নির্দল প্রার্থী। একই নামে রাজনৈতিক দলের এক প্রার্থী ও নির্দলের প্রার্থী হওয়ায় ভোট গ্রহণের সময় বিড়ম্বনায় পড়তে পারেন ভোটারাও। চলতি মাসের ২৫ তারিখ ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।
বাম দিকে নির্দল প্রার্থী উত্তম বারিক, ডানদিকে শাসকদলের প্রার্থী উত্তম বারিক
বাম দিকে নির্দল প্রার্থী উত্তম বারিক, ডানদিকে শাসকদলের প্রার্থী উত্তম বারিক
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার কর্মসূচি চলছে জোরকদমে। কিন্তু নির্দল প্রার্থী নিজের ভোটের প্রচার না করেও তাঁর নাম ভোটারদের মুখে মুখে ঘুরছে। কাঁথি লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক বিরোধী দলের পাশাপাশি নির্দল প্রার্থী মিলিয়ে মোট ৯ জন প্রার্থী রয়েছে। তাঁদের মধ্যে এক নির্দল প্রার্থীর নাম একটি রাজনৈতিক দলের প্রার্থীর নামের সঙ্গে এক হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে ওই নির্দল প্রার্থী।

advertisement

আরও পড়ুন: আপনার কি হার্ট অ্যাটাক হতে পারে? শরীরের ‘এই’ বিশেষ অংশের মাপে রয়েছে ইঙ্গিত! জানলে চমকে যাবেন

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র কাঁথি। অধিকারী গড় নামে পরিচিত এই লোকসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই বিজেপির প্রার্থী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পটাশপুরের বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রে এই দুই প্রার্থীর পাশাপাশি এক নির্দল প্রার্থী অন্যান্য প্রার্থীদের থেকে বাড়তি নজর কাটছে। কাঁথি লোকসভা কেন্দ্রে একই নামে দুই প্রার্থী। যাকে নিয়ে ইতিমধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রে জোর জল্পনা শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন

কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটারদের আলোচনার বস্তু এখন দুই উত্তম বারিকের লড়াই। একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। অপরজন নির্দল প্রার্থী উত্তম বারিক। তবে দুই জনের বাবার নাম ও ঠিকানা স্বাভাবিক ভাবেই আলাদা। তৃণমূল প্রার্থীর বাবার নাম বীরেন্দ্র বারিক। বাড়ি গোটসৌরি, জামুয়া শংকরপুর। নির্দল প্রার্থীর বাবার নাম নারায়ণ বারিক। বাড়ি রামনগরের দামোদরপুর। কাঁথি লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৯ জন।

advertisement

বিজেপির সৌমেন্দু অধিকারী, তৃণমূলের উত্তম বারিক, কংগ্রেসের ঊর্বশী ভট্টাচার্য, বহুজন সমাজ পার্টির মাখন লাল মহাপাত্র, এসইউসিআইর মানস প্রধান, নির্দল অর্জুন কুমার মাইতি, নির্দল আহমদুল্লাহ খান, নির্দল উত্তম বারিক, নির্দল বিদেশ বসু মাইতি। চারজন নির্দল প্রার্থী রয়েছেন। দুই নম্বরে তৃণমূল প্রার্থী থাকলেও আট নম্বরে রয়েছেন নির্দল প্রার্থী উত্তম বারিক। দুই উত্তমকে নিয়ে জোর চর্চা কাঁথি লোকসভা কেন্দ্রে।

advertisement

প্রসঙ্গত রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, নাম বিভ্রাটের কারণে তৃণমূল প্রার্থীর ভোটে ভাগ বসাতে পারে একই নামের নির্দল প্রার্থী। তবে এ নিয়ে খুব বেশি ভাবিত নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। তিনি বলেন, “একই নামে প্রার্থী করা এটা বিরোধী বিজেপি দলের চক্রান্ত। নাম বিভ্রাটের কারণে তৃণমূলের কয়েকটা ভোট কাটা যায় যেতে পারে। তবে, ভোট হবে তৃণমূলের জোড়াফুলের প্রতীকে। তাই এটা নিয়ে ভাবার কোনও কারণ নেই।”

বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্রে থাকলেও মূলত বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের লড়াই কাঁথি লোকসভা কেন্দ্রে। নির্দল প্রার্থীদের প্রচারের খবরটুকু পাওয়া যায়নি। কিন্তু শুধুমাত্র একই নাম হওয়ার কারণে কাজে লোকসভা কেন্দ্রের উত্তম বারিক নামের নির্দল প্রার্থী ভোটারদের মুখে মুখে ঘুরছে। নাম বিভ্রাটের কারণে নির্দল প্রার্থী উত্তম বারিক শেষ পর্যন্ত কতগুলি ভোট পায় তা জানতে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের নজর ভোট গ্রহণের পর ভোটের ফলাফলে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024 Uttam Barik: দুই উত্তম, দু'জনেই লোকসভার প্রার্থী! কাঁথিতে 'নেমসেক' জটিলতা, চিন্তায় ভোটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল