TRENDING:

Akhilesh Yadav meets Mamata Banerjee: 'দিদি BJP-র বিরুদ্ধে একা লড়ছেন, আমাদের সবার সমর্থন থাকবে'! মমতার সঙ্গে সাক্ষাতের পর অখিলেশ

Last Updated:

Akhilesh Yadav meets Mamata Banerjee: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এর পরে এসআইআর থেকে বিধানসভা নির্বাচন একাধিক বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অখিলেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পরে বলেন, “অখিলেশ ও কিরণ দা আমার সাথে আজ দেখা করতে এসেছেন। অখিলেশ দারুণ কাজ করছে, ওকে আগামীর জন্য শুভকামনা।”
মমতার সঙ্গে অখিলেশের সাক্ষাৎ
মমতার সঙ্গে অখিলেশের সাক্ষাৎ
advertisement

আরও পড়ুন: ভারতে খেলতে না আসায় নিজের জালেই ফাঁসল ঢাকা! বিশ্বকাপ বয়কটের জেরে প্রথম সাজা আইসিসির

সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন এসআইআর নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একা মোকাবিলা করছেন। ওরা অনেক সমস্যা করছে। SIR নিয়ে এসেছে বাংলার জন্য। যাতে ভোট বেশি করে মানুষ দেয় সেটা না দেখে SIR করে আমজনতাকে হেনস্থা করছে। ভোটারদের কোনওভাবে সাহায্য না করে হেনস্থা করছে”।

advertisement

পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী অখিলেশ বলেন, “দিদিকে বারবার সমস্যায় ফেলতে চাইছে। আমাদের আশা দিদি আবার বিজেপিকে হারাবেন। এখানের জনতা বিজেপিকে হারাবে”।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়তেই তুলকালাম বাংলাদেশ ক্রিকেটে! পদত্যাগ ক্রিকেট বোর্ড কর্তার

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আবর্জনাই ভবিষ্যতের সম্পদ! বর্জ্য থেকে তৈরি হচ্ছে ইট, অ্যালুমিনিয়াম সহ কত কী
আরও দেখুন

পাশাপাশি অখিলেশের মুখে আইপ্যাকের প্রসঙ্গও উঠে এসেছে। তিনি বলেন, “বিজেপি পেন ড্রাইভের ‘পেন’ ভুলতে পারছে না। দিদি ইডিকে হারিয়ে দিয়েছে। আমাদের সবার সমর্থন থাকবে দিদিকে| SIR আসলে NRC…এতদিন ভোট চুরির কথা বলা হচ্ছিল। কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি আটকে দিয়েছে। মহারাষ্ট্র ইডি, সিবিআই, আইটি দিয়ে জিতেছে ওরা”।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Akhilesh Yadav meets Mamata Banerjee: 'দিদি BJP-র বিরুদ্ধে একা লড়ছেন, আমাদের সবার সমর্থন থাকবে'! মমতার সঙ্গে সাক্ষাতের পর অখিলেশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল