আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ নিয়ে বড় চক্রান্ত পাকিস্তানের! আইসিসি এবং ভারতের বিরুদ্ধে চরম পদক্ষেপ
জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই রাজ্যের একাধিক আইএএস ও আইপিএস অফিসারদের অবজারভার হিসেবে নিয়োগ করার তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকাতেই নাম আছে স্বরাষ্ট্র সচিবের নাম। নাম রয়েছে কয়েকটি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারদেরও, যা নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
advertisement
এসআইআর (SIR) পরিস্থিতির মধ্যেই রাজ্যের ২৩টি জেলায় ২৩ জন সিনিয়র অফিসার নিয়োগ করল নবান্ন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলাভিত্তিক এই নিয়োগ করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন জেলাশাসক ও একাধিক দফতরের সচিব পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এই অফিসারদের কাজ হবে জেলায় জেলায় গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। বিশেষ করে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’, ‘বাংলার বাড়ি’-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ কতটা সঠিকভাবে চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। প্রয়োজনে ফিল্ড ভিজিট করে প্রকল্পগুলির বাস্তব অবস্থা মূল্যায়ন করবেন।
