Pakistan in T20 World Cup: টি২০ বিশ্বকাপ নিয়ে বড় চক্রান্ত পাকিস্তানের! আইসিসি এবং ভারতের বিরুদ্ধে চরম পদক্ষেপ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Pakistan in T20 World Cup: পাকিস্তান এখনও তাদের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। মনে করা হচ্ছে, এই সপ্তাহের শেষের দিকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে পাকিস্তান নতুন এক চক্রান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
Telecom Asia Sport-এর তথ্য অনুযায়ী, পাকিস্তান প্রথম দুই ম্যাচ – নেদারল্যান্ডস (৭ ফেব্রুয়ারি) এবং আমেরিকার (১০ ফেব্রুয়ারি)-এর বিরুদ্ধে কেমন খেলে, সেটা দেখবে। যদি দুই ম্যাচেই জিতে যায়, তাহলে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচ এড়িয়ে যেতে পারে। সূত্রের খবর, “যদি পাকিস্তান এই দুই ম্যাচ জিতে যায়, তাহলে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ হওয়ার পর দিন।
advertisement
advertisement
তবে পুরোপুরি বিশ্বকাপ বয়কট করা আইনগত ও আর্থিক কারণে জটিল হয়ে যেতে পারে। এমনিই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দুর্বল, তাই এরকম ঝুঁকি নিতে চাইবে না পাকিস্তান। রিপোর্টে দাবি করা হয়েছে, পিসিবির আইন উপদেষ্টারা সতর্ক করেছেন যে, ম্যাচ থেকে সরে আসা, বিশেষ করে ভারতর সঙ্গে হাই-প্রোফাইল ম্যাচ না খেলা, প্রচলিত সম্প্রচার চুক্তির কারণে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।
advertisement
“নকভিকে পিসিবি আইন উপদেষ্টারা জানিয়েছেন, জিও স্টার স্পোর্টসের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের সম্প্রচার চুক্তি আছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত চলবে, যার আয় সব আইসিসির সদস্যদের মধ্যে ভাগ হয়। পুরোপুরি বয়কট বা ভারতের বিপক্ষে বড় অর্থ আয় করা ম্যাচ না খেললে সম্প্রচারকারীরা বড় ক্ষতির মুখে পড়বে,” সূত্র আরও জানিয়েছে।
advertisement









