Abhishek Banerjee: 'আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো!' সুপ্রিম নির্দেশের পর হুঁশিয়ারি অভিষেকের

Last Updated:

বাংলায় এসআইআর প্রক্রিয়ায় যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির আওতায় ফেলা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূল৷

বারাসতের সভায় অভিষেক৷
বারাসতের সভায় অভিষেক৷
বারাসত: তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে যে দাবি তুলেছিল, এ দিন সেই দাবিতেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত এ দিন নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশের নির্দেশ এবং বিএলএ-দের শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার পর এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর হুঁশিয়ারি, আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাব৷
এ দিনই এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে৷ এর পাশাপাশি, যাঁরা শুনানিতে ডাক পাচ্ছেন তাঁদের প্রতিনিধি হিসেবে বিএলএ-রা শুনানিতে উপস্থিত থাকতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
এ দিন বারাসতের সভা থেকে অভিষেক বলেন, ‘আজ থেকে ঠিক ২০ দিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম ১০ জনের প্রতিনিধি দল নিয়ে। যে ১ কোটি ৩৫ লক্ষের বেশি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নাম বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম তালিকা বার করতে। বলেছিল করবে না৷ বিএলএ’দের বলেছিলাম রাখতে। বলেছিল রাখবে না। আমার কাছে এই মাটি পুণ্য। বিরোধীদের চক্রান্তের ফলাফল চুরমার হয়েছে৷ দেশের সর্বোচ্চ আদালত তৃণমূলের দাবিকে মান্যতা দিল।’
advertisement
advertisement
অভিষেক আরও বলেন, ‘যারা বাংলার মানুষকে ভাতে মেরে চুপ করে না থেকে ভোটাধিকার কাড়তে চেয়েছিল। তাদের গালে থাপ্পড় পড়ল৷তাহলে মোদীজী কার ক্ষমতা বেশি? আজ আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। তৈরি থাকো। বশ্যতা স্বীকার করতে পারে না বাংলার মানুষ৷ কাকে ডাকা হচ্ছে? কেন ডাকা হচ্ছে? সেটাই জানতে চেয়েছিলাম। এরা বলেছিল জব্দ করবে। তাই পরিকল্পিত ভাবে বাদ দিতে চেয়েছিল ভোটাধিকার থেকে৷’
advertisement
প্রসঙ্গত, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির আওতায় ফেলা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূল৷ তৃণমূলের প্রতিনিধি দল নিয়ে গিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকেও একই দাবি জানিয়েছিল তারা৷ কেন বিএলএ-দের শুনানিতে থাকতে দেওয়া হবে না, তা নিয়েও আপত্তি জানিয়েছিল তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: 'আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো!' সুপ্রিম নির্দেশের পর হুঁশিয়ারি অভিষেকের
Next Article
advertisement
Purba Bardhaman News: যুগলের ঘরের বাইরে পচা গন্ধ, সাত সকালে শিউরে উঠল বর্ধমান! যুবক-যুবতীর মর্মান্তিক পরিণতি
যুগলের ঘরের বাইরে পচা গন্ধ, সাত সকালে শিউরে উঠল বর্ধমান! যুবক-যুবতীর মর্মান্তিক পরিণতি
  • সোমবার সকালে বর্ধমান শহরের কালনা গেট লাগোয়া লোকো গোলঘর এলাকার একটি বাড়ি থেকে এক যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement