ভোটের ফলাফল কি হবে তা না ভেবে প্রথম দিন থেকেই প্রচার জনসংযোগ সহ বিভিন্ন কর্মসূচিতে জোর দিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বামেদের প্রার্থী তথা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রচারে তিনি একাধিক অভিনব পন্থা অবলম্বন করেছেন। কখনও ভোটের প্রচারে বেরিয়ে ঢাক বাজানো। কখনও ভোটের প্রচারে বেরিয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠা। কখনও সকাল-সকাল ভোট প্রচারে বেরিয়ে শরীর চর্চা। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা, মিছিল, বাজার এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারে লোকাল ট্রেনে চড়ে বসলেন। ২ মে মেচেদা স্টেশন থেকে হলদিয়া লোকালে ওঠে ভোটের প্রচার করতে দেখা গেল সায়ন বন্দ্যোপাধ্যায়কে। মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত ট্রেনে চেপেই তিনি ভোট প্রচার করেন।
advertisement
লোকাল ট্রেনের চেপে ভোটের প্রচার জনসংযোগ বিষয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার সারাদিন ট্রেনে করেই সাধারণ মানুষের সঙ্গে যাতায়াতের মাধ্যমে জনসংযোগ প্রচার চলবে। লোকাল ট্রেনে করে মেচেদা থেকে হলদিয়া আবার হলদিয়া থেকে মেচেদা, আসা-যাওয়া করবেন। ”তমলুকে জিতবে এবার সায়ন। হলদিয়ায় আবার হবে শিল্পায়ন। তমলুকের হবে প্রকৃত উন্নয়ন।” এই বার্তা তুলে ধরতেই লোকাল ট্রেনে করে জনসংযোগ প্রচারে জোর দেওয়া হয়েছে। সারাদিন লোকাল ট্রেনে চেপে প্রচার চালান তিনি।
আরও পড়ুন : Rinku Singh: সুযোগ পাননি টি-২০ বিশ্বকাপের দলে, এখন কী অবস্থা রিঙ্কু সিং ও তাঁর পরিবারের, জানলে চোখে জল আসবে
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র এবারের লোকসভা নির্বাচনের হট সিট। আর তমলুকের মাটিতে পা রাখার পর থেকেই বিরোধীদের এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ বামেদের তমলুক লোকসভার প্রার্থী। প্রতিদিনই তমলুকের বিভিন্ন প্রান্তে জনসংযোগ প্রচার মিছিল জনসভার চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তার প্রচার ভিন্নমাত্রা পেল লোকাল ট্রেন। সায়নের দাবি লোকাল ট্রেনে করে সাধারণ মানুষের কাছে এই জনসংযোগ প্রচার ভালই সাড়া ফেলেছে মানুষের মনে।
সৈকত শী