ঘড়ির কাঁটায় তখন রাত দশটা বাজলেও মীনাক্ষীকে দেখতে সোদপুর রোডে উপচে পড়েছিল ভিড়। কেউ মীনাক্ষীকে দিলেন ফুলের তোড়া, কেউ আবার মোবাইলে মীনাক্ষীর ছবি তুলতে ব্যস্ত। এদিনের বাম প্রার্থীর সমর্থনে নারী-পুরুষ নির্বিশেষে ভিড় ছিল চোখে পড়ার মত। বামফ্রন্টের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীকেও এদিন দেখো দেখা গেল অনেকটাই আত্মবিশ্বাসী।
আরও পড়ুনঃ Lok Sabha Elections 2024: শেষ বেলায় প্রচারে ঝড়, দেবাংশুর সমর্থনে তমলুকে রোড শো করলেন ইউসুফ পাঠান
advertisement
উই শ্যাল ওভারকাম, আমরা করবো জয় গান গেয়ে এগিয়ে চলল নির্বাচনী প্রচারে বামেদের শোভাযাত্রা। পাশাপাশি এদিন বারাসাতের শতদল মাঠ থেকে মিছিল করে ডাকবাংলো মোড় হয়ে হেলাবটতলা পর্যন্ত আরও একটি পদযাত্রায়ও শামিল হন মীনাক্ষী। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান, এবার জয় নিশ্চিত। ২৪-এ বিপ্লব, ২৬-এ সরকার বদলের হুঙ্কার দিয়েছেন বাম নেত্রী।