Lok Sabha Elections 2024: শেষ বেলায় প্রচারে ঝড়, দেবাংশুর সমর্থনে তমলুকে রোড শো করলেন ইউসুফ পাঠান

Last Updated:

Lok Sabha Elections 2024: তমলুক লোকসভা কেন্দ্রে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশুর সমর্থনে রোড শো করলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান।

+
তমলুকে

তমলুকে ইউসুফ পাঠান

তমলুক: ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের শেষ বেলার প্রচারে প্রতিটি রাজনৈতিক দল ঝড় তুলেছে। তমলুক লোকসভা কেন্দ্রে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশুর সমর্থনে রোড শো করলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনের ২৩ মে ভোট প্রচারের শেষ দিন। আর ভোট প্রচারের শেষ দিনে তমলুক লোকসভা কেন্দ্র স্বর-গরম হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারে। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য এবার শাসকদলের তুরুপের দাস। তাঁরই হয়ে তমলুকে রোড শো করেন ইউসুফ পাঠান।
২৩ মে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় হেলিকপ্টারে তমলুকে আসেন ইউসুফ পাঠান। তারপর তমলুক ব্লক এলাকার কলাতলা থেকে কুমোরগঞ্জ বাজার পর্যন্ত রোড শো তে অংশগ্রহণ করেন। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর এই রোড শো হয়। রোড শো শুরু হয় ১১:৩০ মিনিটের পর। রোড শোতে ছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান সহ ব্লকের নেতৃত্বরা। রোড শো ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। রোড শো চলাকালীন রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ঘর থেকে ফুল ছুঁড়তে দেখা যায় মহিলা সহ ছোট ছোট ছেলেমেয়েদের।
advertisement
advertisement
প্রসঙ্গত,এবার তমলুক লোকসভা আসনটি নজর কাড়া কেন্দ্র। এই কেন্দ্রে তিন প্রধান প্রতিপক্ষ দলের পরিচিত প্রার্থীদের লড়াই জমে উঠেছে ভোটের প্রচারে। প্রতিটি রাজনৈতিক দল একে অপরকে প্রচারে টেক্কা দিতে মরিয়া। আর শেষ বেলার প্রচারে তৃণমূল কংগ্রেস তাদের তারকাদের মাঠে নামাল তমলুকে।
advertisement
তমলুকে পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় রোড শো’তে অংশগ্রহণ করেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের এবার লোকসভা ভোটের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান। তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি তার ফ্যানেদেরও উচ্ছ্বাস চোখে পড়ে।
সৈকত শী
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: শেষ বেলায় প্রচারে ঝড়, দেবাংশুর সমর্থনে তমলুকে রোড শো করলেন ইউসুফ পাঠান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement