Lok Sabha Elections 2024: পাঠানে মজল ডায়মন্ড হারবার! অটোগ্রাফ নিতে ভিড় আমজনতার
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Sudip Paul
Last Updated:
Lok Sabha Elections 2024: খবর ছিল আসবেন ইউসুফ পাঠান। তাঁকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকেই। এরপর ধীরে ধীরে নির্দিষ্ট সময়ে হুডখোলা গাড়িতে চেপে এলেন তিনি। বাঁধ ভাঙল আমজনতার।
ডায়মন্ড হারবার: খবর ছিল আসবেন ইউসুফ পাঠান। তাঁকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকেই। এরপর ধীরে ধীরে নির্দিষ্ট সময়ে হুডখোলা গাড়িতে চেপে এলেন তিনি। বিশ্বকাপ জয়ী জাতীয় ক্রিকেটারকে দেখে বাঁধ ভাঙল আমজনতার। এমন উচ্ছাসের ছবি চোখে পড়ল ডায়মন্ড হারবার লোকসভার চট্টা রায়পুরে।
রোড শো শুরু হওয়ার পর থেকেই মানুষের উচ্ছ্বাস দেখা যায়। এরপর কার্যত জনপ্লাবনের চাপে হিমশিম অবস্থা দেখা যায় সেখানে। ভিড় সামলাতে সমস্যায় পড়তে হয়ে প্রশাসনকে। প্রায় সাড়ে তিন কিলোমিটার রোড শোয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের সঙ্গে হাত মেলায় তৃণমূল কংগ্রেসের সেচ্ছাসেবকরাও।
advertisement
advertisement
দক্ষিণ চট্টা, আকন্দের পোল, চট্টা বাজার দিয়ে যখন রোড শো মাঝের পোলে পৌঁছায় তখন দুধার থেকে ফুল ছুঁড়তে থাকেন অনেকেই। মহিলারাও পাঠানকে দেখতে ছাদ অথবা ব্যালকনিতে জমায়েত হয়। অনেকেই আবার অটোগ্রাফ নিতে বল এগিয়ে দেয় পাঠানের দিকে।
advertisement
এই বিপুল জনপ্লাবন দেখে, ইউসুফ পাঠান জানান,”মানুষ যেভাবে আমাকে সম্মান জানালেন তাতে আমি অভিভূত। অনেকদিন মনে রাখব এই ঘটনা। আরও বেশি করে মনে থাকবে যদি আপনাদের প্রতিটি ভোট অভিষেক বন্দোপাধ্যায়কে দেন। মনে রাখতে হবে আমাদের কাজের ও কাছের প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায়কে বিপুল ভোটে জেতাতে হবে।”
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2024 5:45 PM IST









