TRENDING:

Lok Sabha Election 2024: জিতলেই বারাসাতে পৌঁছবে মেট্রো! প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচারে বাম প্রার্থী

Last Updated:

Lok Sabha Elections 2024: জিতলেই বারাসাতে পৌঁছবে মেট্রো! প্রতিশ্রুতি দিয়েই ভোট প্রচার সারছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: জিতলেই বারাসাতে পৌঁছবে মেট্রো! প্রতিশ্রুতি দিয়েই ভোট প্রচার সারছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। এদিন জেলা সদর শহরে প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের এই প্রার্থী।
advertisement

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

বাম প্রার্থীর কথায়, বিগত ১৫ বছর ধরে বারাসতে মেট্রো রেল আসবে বলে মানুষকে শুধু আশা জাগানো হয়েছে। এবার এই কেন্দ্রে বামেরা জিতলে, সংসদে বিষয়টি তুলে আগামী দুবছরের মধ্যে মেট্রোরেল বারাসতের পৌঁছনোর কাজ ছিনিয়ে আনবেন বলেই দাবি করেন সঞ্জিব বাবু। এছাড়াও, অশোকনগরের ওএনজিসি-র কাজে যেখানে তেল উৎপাদন হচ্ছিল সেখানে হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সম্ভবনা তৈরি হয়েছিল। সেই কাজ এই সরকার বন্ধ করে দিয়েছে। এই দাবিও সংসদে তোলার কথা জানান বারাসাতের ভূমিপুত্র সঞ্জীব চট্টোপাধ্যায়।

advertisement

কোনরকম গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটেই সর্বত্র প্রচার সাড়ছেন বাম প্রার্থী। পাশাপাশি এদিন, দ্রব্যমূল্য বৃদ্ধি, গরীব মানুষের আর্থসামাজিক পরিস্থিতি বদল, কোম্পানি রাজ খতম করে নেতাজী সুভাষের আদর্শে নতুন ভারত গড়ার স্বপ্নের কথা শোনালেন বারাসাতের বাম মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।

View More

আরও পড়ুনঃ Team India: রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? সামনে আসলে চমকে দেওয়া নতুন নাম

advertisement

পাশাপাশি বিরোধী দল মানুষের টাকা লুট করে বিপুল পরিমাণে নির্বাচনী খরচ জোগাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ এখন মেট্রোর সুবিধা লাভ করার জন্য, বাম প্রার্থীকে সমর্থন করে কিনা তা অবশ্য সময়ই বলবে। তবে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাম প্রার্থী।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: জিতলেই বারাসাতে পৌঁছবে মেট্রো! প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচারে বাম প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল