পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা : ৭ মে ২০২৪, মঙ্গলবার দেশজুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান হবে। মোট ৯৫টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। পরীক্ষায় নামবেন একাধিক হেভিওয়েট। পশ্চিমবঙ্গের ৪ আসনে ভোট রয়েছে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।
তৃতীয় দফায় যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের চারটির পাশাপাশি গুজরাতের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ন’টি, ছত্তীসগঢ়ের সাতটি, বিহারের পাঁচটি, অসমের চারটি, গোয়ার দু’টি, দাদরা ও নগর হভেলীর একটি এবং দমন ও দিউয়ের একটি লোকসভা কেন্দ্র রয়েছে। এর পরে আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা।
তৃতীয় দফা বাংলার ভোটে যত সংখ্যক বাহিনী মোতায়েন হচ্ছে বুথে বুথে তত সংখ্যক বাহিনী প্রায় মোতায়েন হচ্ছে কুইক রেসপন্স টিম-এ। কৃষ্ণনগরে ১২ কোম্পানি আধাসেনা, QRT তে থাকছে ১২, জঙ্গিপুর ৬৪ কোম্পানি আধাসেনা, Qrt ৬৪ কোম্পানি, মালদহতে ১৪৪ কোম্পানি বুথে Qrt ১৪৩ কোম্পানি থাকছে এবং মুর্শিদাবাদে ১৪৪ কোম্পানি বুথে, QRT তে থাকছে ১৪৩ কোম্পানি।
বাংলার চার আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার
মালদহ উত্তর — ৭৩.৩০ শতাংশ
মালদহ দক্ষিণ — ৭৩.৬৮ শতাংশ
জঙ্গিপুর — ৭২.১৩ শতাংশ
মুর্শিদাবাদ–– ৭৬.৪৯ শতাংশ
মোট ভোটের হার— ৭৩.৯৩ শতাংশ
ভগবোনগোলা উপনির্বাচনে ভোট পড়ল ৭৩.৬৮ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত ৯৩ আসনে ভোটদানের হার গড়ে ৫০.৭১ শতাংশ। ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের হারের দিক থেকে এগিয়ে পশ্চিমবঙ্গই। এ রাজ্যে ভোট পড়েছে ৬৩.১১ শতাংশ।
এক কংগ্রেস কর্মীর মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সামশেরগঞ্জের ১২৬ নম্বর বুথে। আহত কংগ্রেস কর্মী মইদুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
বাংলার চার আসনে দুপুর ৩টে পর্যন্ত বাড়ল ভোটের হার
মালদহ উত্তর — ৬১.৫০ শতাংশ
মালদহ দক্ষিণ — ৬২.৯০ শতাংশ
জঙ্গিপুর — ৬২.৫৭ শতাংশ
মুর্শিদাবাদ–– ৬৫.৪০ শতাংশ
মোট ভোটের হার— ৬৩.১১ শতাংশ
ভগবোনগোলা উপনির্বাচনে ভোট পড়ল ৬১.১৮ শতাংশ।
মুর্শিদাবাদের করিমপুরের শুভরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ। মারধর করা হয় বলে অভিযোগ। ভোট না দিতে দেওয়ারও অভিযোগ । ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানিনগরের নজরানা এলাকাতে ভোটারদের ভোট দিতে যাওয়ার বাধা দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদেরকে পথ আটকে দেওয়া হচ্ছিল ধারালো অস্ত্র দেখিয়ে এবং বোমা দেখিয়ে যার কারণে খবর দেওয়া হয় পুলিশকে। পরে বিশাল পুলিশবাহিনী এসে মঙ্গলবার দুপুরে ভোটারদেরকে ভোটকেন্দ্রে নিয়ে যায়। এবং ভোট দেওয়ার ব্যবস্থা করে। মঙ্গলবার সকাল থেকেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ লোকসভার বিভিন্ন এলাকায় একাধিক ঘটনা ঘটেছে তবে এই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানিনগরে।
১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান হবে। মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। পরীক্ষায় নামবেন একাধিক হেভিওয়েট। পশ্চিমবঙ্গের ৪ আসনে ভোট রয়েছে, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। দেশের সমস্ত রাজ্যের ভোটে তৃতীয় দফায় এখনও পর্যন্ত এগিয়ে পশ্চিমবঙ্গ, ভোট পড়েছে ৪৯.২৭ শতাংশ। দ্বিতীয় গোয়া, ভোটের হার ৪৯.০৪ শতাংশ। তৃতীয় আসনে ছত্তিশগড়, ভোটের হার ৪৬.১৪ শতাংশ।
বাংলার চার আসনে সকাল ১টা পর্যন্ত লাফিয়ে বাড়ল ভোটের হার
মালদহ উত্তর — ৪৭.৮৯ শতাংশ
মালদহ দক্ষিণ — ৪৮.৬৫ শতাংশ
জঙ্গিপুর — ৪৯.৯১ শতাংশ
মুর্শিদাবাদ–– ৫০.৫৮ শতাংশ
মোট ভোটের হার— ৪৯.২৭ শতাংশ
ভগবোনগোলা উপনির্বাচনে ভোট পড়ল ৪৬.৪০ শতাংশ।
ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় মুড়ি-মুড়কির মতো বোমা ফাটাল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল উত্তর মালদহের রতুয়া-১নং ব্লকের চাঁদমণি-২নং অঞ্চলের বাটনা এলাকায়।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের থানারপাড়া থানা এলাকার শুভরাজপুরে তৃণমূলের নেতারা ভয় দেখিয়ে ভোট দান করতে বাধা দেয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে দাবি ভোটারদের। মারধর করে এলাকার লোকজনকে ভোটে বাধাদানের অভিযোগ।
মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ২৫.৪১ শতাংশ। তৃতীয় দফায় ৯৩ আসনের ভোটদানের হারের এগিয়ে পশ্চিমবঙ্গ।
ভোটদানে উৎসাহ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁরা সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
নির্বাচন কমিশনে সব থেকে বেশি অভিযোগ জমা পড়ল মুর্শিদাবাদ লোকসভা থেকে।
★মোট অভিযোগ ২৯৮।
★সি ভিজিল এ অভিযোগ ৪৩টি।
এর মধ্যে সমাধান করা হয়েছে ৪২ টি।
★এনজি আর এস এ অভিযোগ ৮১টি।
★ সিএম এস এ অভিযোগ ১৭৪ টি।
**এর মধ্যে বিজেপি ৬টি, তৃণমূল কংগ্রেস ৬টি, সিপিএম ১৩৪ টি, এবং জাতীয় কংগ্রেস ১৭টি।
সকাল ১১ টা পর্যন্ত দল হিসেবে সিপিআইএম এবং লোকসভা কেন্দ্র হিসেবে মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি অভিযোগ।
মঙ্গলবার সকাল থেকেই তৃতীয় দফার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ওঠে মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল। তাড়া করে দুষ্কৃতীদের হঠিয়ে দেয় পুলিশ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকাতে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজিমগঞ্জ শহরের রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর বুথে পৌঁছয়। এবং সেখানে গিয়ে দেখেন ওই বুথের মধ্যে প্রিজাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা, কমিশনের নিয়ম অনুযায়ী যেই বিদ্যালয়ের শিক্ষিকা সেই বিদ্যালয়ে তিনি ডিউটি করতে পারবেন না তাও কিভাবে ডিউটি করছেন। সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানান বিজেপির প্রার্থী গৌরী শংকর ঘোষ। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।