চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আমেদাবাদ গ্রামে রচনার প্রচার সঙ্গী ছিলেন ‘লঙ্কা রাজা’। গলায় সরু, মোটা নানা ধরনের সোনার চেন। শিব, কালী, বজরংবলি, গনেশের লকেট। দু-হাতে নানা ধরনের ব্রেসলেট, বালা, আঙুলে আংটি, ঘড়ি। কালো পোশাকে সর্বদা চকচক করে সোনার অলংকার।
আরও পড়ুনঃ ওষুধকে বলুন ‘টাটা’! এই ৮ ড্রাইফ্রুটস ক্যালসিয়ামের খনি, রোজের ডায়েটে একটি রাখা মাস্ট
advertisement
পেশায় স্টক মার্কেটের ব্যবসায়ী লঙ্কা রাজা। সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি। স্টক মার্কেট ছাড়াও জমি কেনাবেচা ও চাষবাসের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। মোট কত পরিমান সোনা তার শরীরে রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর অবশ্য দিতে পারেননি ‘লঙ্কা রাজা’। কারণ এত পরিমাণ সোনা রয়েছে তার শরীরে, যে তিনি নিজেই হিসাব রাখেননি।
ভয় করে না এত সোনা পরে রাস্তায় বেরোতে? প্রশ্ন শুনে লঙ্কা রাজার জবাব, ‘ভয় করবে এমন লোকের সঙ্গে মিশি না।’ কত সোনা রয়েছে? উত্তরে জানান, কত আছে মাপা নেই। আমার শখ তাই পরি। বাড়িতে রয়েছে সাতটি বুলেট। সেই বুলেট নিয়ে ঘোরেন সৌখিন তৃণমূল কর্মী সুনীল দাস ওরফে লঙ্কা রাজা।
রাহী হালদার