বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভার অন্তর্গত চাকদা ব্লকে দেউলি গ্রাম পঞ্চায়েতে নারকেলডাঙ্গা ৪৭ নম্বর বুথে বিদ্যুৎ না থাকার জন্য ভোট দিতে অসুবিধা সম্মুখীন বহু ভোটার।
আরও পড়ুন: প্যান কার্ডে ভুলভাল? কোথাও যেতে হবে না, ঘরে বসেই হবে সংশোধন! জেনে নিন অনলাইন পদ্ধতি
ভোটারদের অভিযোগ অন্ধকারের কারণে প্রতীক বুঝে উঠতে পারছেন না তারা। কিছু সময় আগে ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকায়। ফলে এই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ ভোটাররা। অপরদিকে ভোট কর্মীরাও নাজেহাল এই অভিযোগ শুনতে শুনতে।
advertisement
অন্যদিকে, বাগদা হাই স্কুলের ৭১ ও ৭৩ নম্বর বুথে ঝড় বৃষ্টির কারণে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে বিদ্যুৎ নেই সমস্যায় পৌঁছে ভোট দিতে মানুষ, ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। উল্লেখ্য সমগ্র বনগাঁ লোকসভা এলাকার বিভিন্ন স্থানে আচমকা বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের কারণে ভোট কক্ষে সাময়িকভাবে ব্যাঘাত ঘটে ভোট দান প্রক্রিয়ায়। যদিও পরবর্তী সময়ে ভোট প্রক্রিয়া স্বাভাবিক পরিস্থিতিতে আসে বলেই জানা যায়।
Mainak Debnath





