আরও পড়ুন: হাতে আর দু’ঘণ্টা! ধেয়ে আসছে ঝড়, উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা জারি
লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতে ধূপধুনো শঙ্খধ্বনি ঢাক বাজিয়ে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন।
advertisement
এই পথযাত্রা শুরু হয় বসিরহাট নৈহাটি বটতলা থেকে ইটিন্ডা রোড ধরে ডন্ডিরহাট আমতলায় গিয়ে এই পদযাত্রায় শেষ হয়। তবে এই প্রচার অভিযানে ইছামতি নদীকে বরণ করে নেওয়ার পাশাপাশি মহিলা ঢাকিরাই ঢাকের তালে ছন্দ তুলে প্রচার রাঙিয়ে তোলেন। এই মিছিলে বহু মহিলারা হাতে ফেস্টুন ব্যানার ও লক্ষী ভান্ডার এর প্রতিকী নিয়ে দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তা হাঁটলেন।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 8:13 PM IST