TRENDING:

Lok Sabha Election 2024: ভোট উত্‍সব! লুচি, ঘুগনি, আলুকষা...চলছে দেদার খাওয়াদাওয়া! নির্বাচনের অন‍্য ছবি পাঁচলায়

Last Updated:

রাজনৈতিক রঙ নয়, ভোটের উৎসবে মেতেছে মানুষ! ২০শে মে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভোট দান উৎসব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: রাজনৈতিক রঙ নয়, ভোটের উৎসবে মেতেছে মানুষ। ২০শে মে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভোট দান উৎসব। মেশিনের মাধ্যমে অর্থাৎ ইভিএম মেশিনে ভোট দান। খুব অল্প সময়ে লাইনে দাঁড়িয়েই ভোট দেদার সুযোগ পাচ্ছেন মানুষ। বুথে বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement

ভোট অধিকার প্রয়োগ করতে ১৮ বছর পর থেকে প্রায় সমস্ত বয়সের মানুষ দাঁড়িয়েছে লাইনে। পঞ্চম দফায় নির্বাচন হাওড়া জেলায়। হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে নির্বাচন সকাল থেকেই চলছে ভোট গ্রহণ।

তবে এই ভোটগ্রহণের মধ্যেই সকাল পেরিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় দেখা গেল এক অন্য স্বাদের চিত্র।

আরও পড়ুন: বজ্রপাতে বিদ্যুৎ বিভ্রাট! অন্ধকারেই ভোট, প্রতীক চিনতে শোচনীয় অবস্থা ভোটারের

advertisement

View More

যেখানে ভোট মানে দাঙ্গা নয়, ভোট মানে এক উৎসব। আর এই উৎসবে সামিল হয়েছে পাড়ার কচিকাঁচা থেকে বৃদ্ধ। এই ভোটে রাজনৈতিক উদ্দ‍্যেশ‍্য থাকলেও রাজনীতির রঙ দিয়ে মানুষ মানুষে বিভেদ সৃষ্টি হয় না। বরং এই এলাকার পুরুষ থেকে মহিলা অর্থাৎ শাসকদল থেকে বিরোধী সকলে ভোটের দিন আনন্দের সঙ্গে যাপন করেন, চলে একই সঙ্গে খাবার আয়োজন। হাওড়ার পাঁচলার এই চিত্র বহুদিনের।

advertisement

রাজনীতির রং দিয়ে বিচার না করে এককথায় বলতে গেলে প্রথা মেনে দীর্ঘদিন ভোট দিয়ে আসা মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবার। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতা কর্মীরা সামর্থ্য মতো চাঁদা দিয়ে, কোথাও মুড়ি আলুর দম, মুড়ি, ঘুগনি, লুচি, আলুকষা বিস্কুট, লজেন্স ব্যবস্থা করে থাকে গ্রামের ভোট কর্মীরা।

আরও পড়ুন: প্যান কার্ডে ভুলভাল? কোথাও যেতে হবে না, ঘরে বসেই হবে সংশোধন! জেনে নিন অনলাইন পদ্ধতি

advertisement

মা ঠাকুমা বা বাবা কাকা ভোট দিতে গেলে তাদের হাত ধরে যায় শিশুরা। বড়দের মত শিশুদের হাতেও তুলে দেওয়া হচ্ছে চকলেট, ঠান্ডা জাতীয় পানীয় বা মুড়ি আলুর দম। স্থানীয়দের দাবী ভোট মিটে গেলেও রাজনীতির রং স্পর্শ করে না পাঁচলার মানুষকে। বরং তারা একসঙ্গে দিনযাপন করবে সকলে মিলে। ভোট মানেই এই গ্রামের মানুষের কাছে প্রকৃত অর্থেই উৎসব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: ভোট উত্‍সব! লুচি, ঘুগনি, আলুকষা...চলছে দেদার খাওয়াদাওয়া! নির্বাচনের অন‍্য ছবি পাঁচলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল