প্রচার মঞ্চ থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। নিজের ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন এই জনসভা থেকে। মনোজ তিওয়ারির অভিযোগ, তিনি ভাল খেলার পরেও তাকে দল থেকে বাইরে রাখা হয়েছিল। একাধিক ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। যে কারণে নিজের ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় তার নষ্ট হয়েছে। ক্রিকেট জীবনে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর প্রচার মঞ্চ থেকে মনোজ তিওয়ারি ক্রিকেটে রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে যারা ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ, একটা সময় তাঁদের অনেককে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির শিকার হয়ে তাঁর ক্রিকেট জীবন নষ্ট হয়েছে। তারপরেই তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মাঠে-ঘাটে নেমে প্রচার চালাচ্ছেন। আর তৃণমূলের সেই তারকা প্রার্থীর হয়ে প্রচার চালালেন মনোজ তিওয়ারি। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দোলের সদস্য কীর্তি আজাদের হয়ে প্রচারে এসে ঝড় তুললেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার।
নয়ন ঘোষ