ভোট দেওয়ার আগে জেনে রাখুন নিজের কেন্দ্রের প্রার্থীর সমস্ত তথ্য। দিলীপ ঘোষ বরাবরই চাঁচাছোলা মন্তব্য করতে ভালবাসেন। রাজনীতির বিশেষজ্ঞরা বলেন, এটাই নাকি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা। এটাই নাকি তার ইউএসপি। কড়া ভাষায় তিনি বিরোধীদের আক্রমণ করেন। আবার তার মুখের কড়া ভাষা নিয়ে চলে নানা রকম বিতর্ক। বিতর্কের জল গড়াতে গড়াতে পৌঁছয় থানা কিংবা আদালত পর্যন্ত। দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলার তালিকা বেশ দীর্ঘ।
advertisement
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে ‘বড়’ অভিযোগ, আদালতের দ্বারস্থ বিকাশরঞ্জন! সব নজর দুপুরের দিকে
রাজ্যের বিভিন্ন থানায় দিলীপ ঘোষের নামে মামলা রয়েছে। দিলীপ ঘোষের নামে মামলা রয়েছে বিধাননগর এমপি-এমএলএ কোর্টেও। সেই তালিকাও বেশ লম্বা। রাজ্যের বিভিন্ন থানা মিলিয়ে দিলীপ ঘোষের নামে মোট মামলা রয়েছে ১৭টি। যার মধ্যে মামলা রয়েছে দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কোকওভেন থানাতেও। অন্যদিকে বিধাননগর এমপি-এমএলএ কোর্টে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রয়েছে ১১ টি।
সবমিলিয়ে প্রায় ২৮ টি মামলা রয়েছে তার নামে। এই তথ্য তিনি জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। বিদায়ীসংসদ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এর বার্ষিক উপার্জন কত এ বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। সেখানে দিলীপ ঘোষ জানিয়েছেন ২০২০-২১ অর্থবর্ষে তার রোজগার ছিল ৭ লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে তার রোজগার ছিল ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে তার রোজগার ছিল ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা।
মোট চারটি সেভিংস অ্যাকাউন্টে তার টাকা জমা রয়েছে ১৯ লক্ষ ৯৪ হাজার ৫১৩ টাকা। তাছাড়াও আরও একটি সেভিংস একাউন্ট রয়েছে দিলীপ ঘোষের। যদিও সেখানে কোনও অর্থ জমা নেই।। এছাড়াও দিলীপবাবু নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তার কাছে এই মুহূর্তে নগদ অর্থ রয়েছে সাড়ে তিন লক্ষ টাকা।দিলীপ ঘোষেরনামে কোনও নিজস্ব গাড়ি না থাকার বিষয়টি অবাক করছে অনেকেই। যদিও স্থাবর, অস্থাবর মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার কাছে।
দিলীপ ঘোষের ১.৮৮ একর চাষযোগ্য জমি রয়েছে। যে জমির বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। উত্তরাধিকার সূত্রে তিনি যে কুলিয়ানায় ৮০০ বর্গফুটের বাড়ি পেয়েছেন, তার বাজার মূল্য ৩ লক্ষ টাকা। অন্যদিকে তার নামে লেদার কমপ্লেক্সে ৩৪৮৩ বর্গফুটের যে ফ্ল্যাট রয়েছে, তার বর্তমান বাজার মূল্য ৯৯ লক্ষ টাকা। আর এই সমস্ত কিছু মিলিয়ে দিলীপ ঘোষের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ টাকা।
অন্যদিকে সমস্ত কিছু মিলিয়ে দিলীপ ঘোষের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। যা অবশ্য তার স্থাবর সম্পত্তির থেকে অনেক কম। পাশাপাশি তার নামে ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে।নির্বাচনী হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা। সেখানে তিনি জানিয়েছেন, ১৯৮০ সালে তিনি মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ভর্তি হন ঝাড়গ্রাম আইটিআই’য়ে। ১৯৮২ সালে তিনি আইটিআই পাস করেন। এরপর ১৯৮৩ সালের অল ইন্ডিয়া ট্রেড টেস্টেও তিনি উত্তীর্ণ হন।
নয়ন ঘোষ