Bikash Ranjan Bhattacharya: মমতার বিরুদ্ধে 'বড়' অভিযোগ, আদালতের দ্বারস্থ বিকাশরঞ্জন! সব নজর দুপুরের দিকে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে।''
কলকাতা: এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, এমনই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার আবেদন জানান বিকাশরঞ্জন।
বিকাশরঞ্জনের অভিযোগ, ”মুখ্যমন্ত্রী বলছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন। কিন্তু গোটা হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে, এমন মন্তব্য কেন? আদালতের সম্মানহানি হচ্ছে। এই বিষয়ে পদক্ষেপ করা না হলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে।‘
advertisement
advertisement
বিকাশরঞ্জনের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে হলফনামা দিতে হবে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টোয় বিকাশের আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন। এই নির্দেশের ফলে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। সেই রায়ের সূত্রেই বুধবার কলকাতা হাইকোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, ‘এরা কোর্ট কিনে নিয়েছে, আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআইকে কিনে নিয়েছে, বিএসএফকে কিনে নিয়েছে!’
advertisement
মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 1:38 PM IST