TRENDING:

CPIM: প্রচারে উড়বে লাল ঝান্ডা, ইভিএমে হাতই ভরসা এই জেলার বাম কর্মীদের!

Last Updated:

রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের আসন রফা হয়েছে, মালদহ জেলার দুটি আসনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে, তাই বামফ্রন্টের কোন প্রার্থী নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: নেই কোনও প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও বামফ্রন্টের কোনও প্রার্থী নেই। এবার কোনও ভোট পড়বেনা সিপিআইএম বা বামফ্রন্টের কোনও চিহ্নে।
advertisement

তাহলে কর্মী সমর্থকরা কোন চিহ্নে ভোট দেবেন? মালদহ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে কর্মী সমর্থকদের জানানো হয়েছে, এবার লোকসভা নির্বাচনে বামপন্থীরা ভোট দেবেন কংগ্রেস চিহ্ন।

আরও পড়ুন: বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা অধীরের

কারণ রাজ্যজুড়ে ৪২ টি আসনের কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন রফা নিয়ে আলোচনা চলছে।  মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও সিপিআইএম বা বামফ্রন্টের কোনও  প্রার্থী দেওয়া হয়নি।আসন্ন লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের মধ্যে একটিতেও বামফ্রন্টের কোন প্রার্থী না থাকায় হতাশ কর্মী সমর্থকরা। তবে জেলা নেতৃত্ব দাবি করছে, তাদের কর্মী সমর্থকরা কংগ্রেসকেই সমর্থন করবে। এই নিয়ে দুই দলের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতেই এই আসন রফা দুই দলের মধ্যে।

advertisement

View More

মালদহ জেলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে তাদের এই জোট কোণঠাসা করতে পারবে বলে মনে করছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। মালদহ জেলা সিপিআইএমের সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘রাজ্যের ৪২টি আসনের মধ্যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের আসন রফা হয়েছে। মালদহের দুটি আসনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে আমরা তাদেরকে সমর্থন করছি। আমাদের দলীয় কর্মী সমর্থকরা সিপিআইএমের ঝান্ডা হাতেই কংগ্রেসের হয়ে ভোট প্রচার করবে। সিপিআইএমের ঝান্ডা নিয়ে কর্মী সমর্থকেরা কংগ্রেসের হয়ে ভোট প্রচার করবে মালদহের দুটি কেন্দ্রে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM: প্রচারে উড়বে লাল ঝান্ডা, ইভিএমে হাতই ভরসা এই জেলার বাম কর্মীদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল