তবে বিজেপি প্রার্থীর সম্পত্তির হিসাব জানলে আপনিও চমকে যাবেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় হলফনামাতে যে সম্পত্তির পরিমাণ দিয়েছে, তা থেকে জানা যাচ্ছে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের থেকে বিষয় সম্পত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। তিনি দেখিয়েছেন তার হাতে নগদ কুড়ি হাজার টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ ১০ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের
তবে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। ব্যাঙ্কে গচ্ছিত বন্ড শেয়ার বিনিয়োগ জীবন বীমা গয়না গাড়ি মিলিয়ে প্রায় ১৩ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৩৭১ টাকার সম্পত্তি রয়েছে বিজেপি প্রার্থীর।
আর সেই তুলনায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের কাছে রয়েছে নগদ ২৭ হাজার টাকা এবং স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ টাকা ব্যাঙ্কে গচ্ছিত বন্ড ও শেয়ার বিনিয়োগ মিলিয়ে।
—— সুমন সাহা