আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। দুপুর ১২ টার পর ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপ রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমেই নিজের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল গুলি। রাজনৈতিক যুদ্ধের ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ।আর বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর তীব্র গরমে সকাল থেকেই নিজের প্রচারকর্ম চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!
সকালে বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে পূজা দেওয়ার পর তিনি তার প্রচারকর্ম শুরু করে। পুজো দেওয়ার পরে দলকে চাঙ্গা করতে কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়ে চায়ের আড্ডায় মেতে ওঠেন।তারাপীঠ এলাকার বেসিক মোড়,বেজুরি,খামেড্ডা, গাগেড্ডা,সাহাপুর,কবিচন্দ্রপুর বিভিন্ন এলাকায়, কখনো পায়ে হেঁটে আবার কখনও হুডখোলা গাড়িতে প্রচার কর্ম সারেন।
এরপরই প্রচারকর্ম সারতে সারতে হাসন বিধানসভার বেলুন গ্রামে ব্যাট হাতে ক্রিকেট খেলায় মেতে উঠলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর।এলাকার ক্ষুদে খেলোয়াড় থেকে শুরু করে বড়রা সকলেই তালে তাল মিলিয়ে দীর্ঘক্ষণ ধরে বিজেপি প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন।
— সৌভিক রায়