Kolkata Highrise: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Kolkata Highrise: প্রাথমিক সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে সেই তরুণী নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
কলকাতা: কলকাতার পিকনিক গার্ডেন এলাকায় ১৪ তলা থেকে ঝাঁপ যুবতীর। পিকনিক গার্ডেন এলাকায় বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১৯ বছরের যুবতীর। রবিবার ভোর রাত ৩:৪৫ নাগাদ পিকনিক গার্ডেন এলাকার মেঘমণি অ্যাপার্টমেন্ট থেকে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু ঘটল এক যুবতীর।
প্রাথমিক সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে সেই যুবতী নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে বহুতল থেকে ঝাঁপ দেন তিনি। কলকাতা পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস
advertisement
মাস কয়েক আগে বাইপাসের ধরা মুকুন্দপুরে এক অভিজাত আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক বৃদ্ধও। বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পিকনিক গার্ডেনের এই ঘটনায় কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন ওই যুবতী, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2024 3:17 PM IST