TRENDING:

North 24 Parganas News: "কালারফুল বয়"-কে দেখতে দক্ষিণেশ্বরে অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা, জানুন পুরোটা

Last Updated:

North 24 Parganas News: চিকিৎসকরা তাঁকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন। এ দিন সায়ন্তিকা মদন মিত্রের শরীরের খোঁজ খবর নেন, পাশাপাশি নির্বাচনে লড়াই-এর জন্য সাহস ও আশীর্বাদ চান মদন মিত্রের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বঙ্গ রাজনীতিতে কালারফুল বয় “ও লাভলী” খ্যাত মদন মিত্রকে বেশ দীর্ঘদিন হল প্রকাশ্যে দেখা যাচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে। রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা করতে এলেন এ বারের উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মনে করা হচ্ছে, দেখতে  জনপ্রিয়তাকে কাজে লাগাতে পাশাপাশি অসুস্থ বিধায়ক মদনকে দেখতে এ দিন দক্ষিণেশ্বরের বাড়িতে গেলেন অভিনেত্রী তথা বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বিধায়ক মদন মিত্র। অসুস্থ থাকার জন্য গৃহবন্দী অবস্থায় রয়েছেন তিনি। আর তাই কোন রাজনৈতিক কাজ, দলের প্রচারে দেখা যাচ্ছে না ফেমাস এই বিধায়ককে।

advertisement

চিকিৎসকরা তাঁকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন। এ দিন সায়ন্তিকা মদন মিত্রের শরীরের খোঁজ খবর নেন, পাশাপাশি নির্বাচনে লড়াই-এর জন্য সাহস ও আশীর্বাদ চান মদন মিত্রের কাছে। মদন মিত্র সায়ন্তিকাকে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগান। বরানগর কামারহাটি এলাকায় মদন মিত্রের আলাদা ফ্যান ফলোয়ার্স রয়েছে, ভোট বাক্সে সেই ফ্যাক্টর কাজে লাগাতেই এ দিন সায়ন্তিকার মদন দর্শন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Rudra Nrayan Roy

বাংলা খবর/ খবর/নির্বাচন/
North 24 Parganas News: "কালারফুল বয়"-কে দেখতে দক্ষিণেশ্বরে অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা, জানুন পুরোটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল