বিজেপির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি মাসেই কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। যোগ দেন বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলিগুড়ির জনসভার মঞ্চেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন
এ মাসেই বিচারপতি পদ থেকে সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনাই সত্যি হল।
advertisement
আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ভুঁড়ি কমানোর পরামর্শ, কাকে ফিট থাকতে বললেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ?
ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণার আগেই নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের হরিপুরে দেওয়াল লিখনও শুরু হয়। রবিবার প্রার্থীতালিকায় সবটাই স্পষ্ট করে দিল বিজেপি। তমলুকে বিজেপির পার্থী প্রাক্তন বিচারপতি। প্রতিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য।