Kirti Azad TMC: প্রচারে বেরিয়ে ভুঁড়ি কমানোর পরামর্শ, কাকে ফিট থাকতে বললেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ?

Last Updated:

Kirti Azad TMC: শুধু সিঙাড়া ভাজাই নয়, চা ঢেলে কাপে কাপে ঢেলে তা পরিবেশনও করলেন তিনি। রবিবাসরীয় প্রচারে এই ছবি দেখা গেল বর্ধমানের কুড়মুনে।

চা পরিবেশনে কীর্তি আজাদ
চা পরিবেশনে কীর্তি আজাদ
বর্ধমান: সন্ধ্যায় চা সিঙাড়া হলে মন চনমনে হয়ে যায়। প্রচারের ফাঁকে সিঙাড়া ভাজলেন  বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ। শুধু সিঙাড়া ভাজাই নয়, চা ঢেলে কাপে কাপে ঢেলে তা পরিবেশনও করলেন তিনি। রবিবাসরীয় প্রচারে এই ছবি দেখা গেল বর্ধমানের কুড়মুনে।
রবিবার জমজমাট প্রচার করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দুপুরে দলীয় পতাকা নিয়ে মাদলের সঙ্গে জমিয়ে নেচেছিলেন তিনি। দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক বিধায়কের উপস্থিতিতে বর্ধমান উত্তর বিধানসভার হাট গোবিন্দপুরে জোরদার প্রচার করেন তিনি। প্রচারের শেষ লগ্নে দলীয় পতাকা হাতে বাজনার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে। একই সঙ্গে মাদলও বাজালেন তিনি।
advertisement
আরও পড়ুন: মেদিনীপুরে বিজেপি প্রার্থী কে, জোর জল্পনার মধ্যেই দিলীপ ঘোষের কাছে অগ্নিমিত্রা পাল! কেন?
দলীয় পতাকা হাতে এই রকম নাচ কেন? কীর্তি আজাদ জানান, ‘এ দিদি কা ঝান্ডা হে, জো হর ওয়াকত লহেরানা চাহিয়ে।’ তারপরই তাঁর জবাব, পার্টির ঝান্ডা, কর্মীদের উৎসাহ ও আদিবাসী বোনেরা যখন সঙ্গে রয়েছেন, বাজনা বাজছে তখন নাচ তো এমনি এমনি মন চায়।
advertisement
advertisement
আরও পড়ুন: হোলি মাটি হবে বৃষ্টিতে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে! আবহাওয়ার বড় খবর
পাশাপাশি মিছিল চলাকালীন এক পুলিশ কর্মীর ভুঁড়ি দেখে তাঁকে ফিটনেস ঠিক রাখার পরামর্শও দেন কীর্তি আজাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফিটনেস রাখার জন্য সবাইকে বলি। ফিটনেস থাকলে স্বাস্থ্য ভাল থাকবে, মাথা ভাল কাজ করবে, উজ্জীবিত থাকবেন, কাজে মন পাবেন। আমি পুলিশ কর্মীকে বলেছি আমার সঙ্গে প্রতিদিন চলো, আমি ফিট করে দেব।’
advertisement
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভার হাটগোবিন্দপুরে যান জনসংযোগ ও প্রচারে। সেখানে বড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রথমে দলীয় বৈঠক করেন, তারপর কলেজ মোড় হয়ে  দলীয় কার্যালয় পর্যন্ত জনসংযোগ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক নিশীথ প্রামাণিক,  ব্লক সভাপতি পরমেশ্বর কোঙার, যুব সভাপতি সৌভিক পান-সহ অনান্যরা। এরপর সন্ধ্যায় প্রচারের ফাঁকে জমিয়ে বসল চা সিঙাড়ার আসর। ক্রিকেট থেকে নাচ, রান্নাবান্না সবেতেই প্রবল আগ্রহ তৃণমূলের এই তারকা প্রার্থীর। সে কথাই বলছেন নিচু তলার কর্মীরা।
advertisement
শরদিন্দু ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kirti Azad TMC: প্রচারে বেরিয়ে ভুঁড়ি কমানোর পরামর্শ, কাকে ফিট থাকতে বললেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement