BJP Candidate in Medinipur: মেদিনীপুরে বিজেপি প্রার্থী কে, জোর জল্পনার মধ্যেই দিলীপ ঘোষের কাছে অগ্নিমিত্রা পাল! কেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Bangla Digital Desk
Last Updated:
BJP Candidate in Medinipur: মেদিনীপুরে বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নামও ভাসছে। বিজেপির অন্দরে জোর গুঞ্জন, এবার মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হিসেবে থাকতে পারে অগ্নিমিত্রার নাম।
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এলেন অগ্নিমিত্রা পল। বললেন, ‘দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতে পারি না? প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব’।
মেদিনীপুরে বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নামও ভাসছে। বিজেপির অন্দরে জোর গুঞ্জন, এবার মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হিসেবে থাকতে পারে অগ্নিমিত্রার নাম। তাই প্রার্থীপদ ঘোষণা হওয়ার আগেই কি পূর্বতনের সঙ্গে দেখা করতে আসা? রবিবার বিকেল থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন: পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, দাম বাড়বে ৮০০ অতি প্রয়োজনীয় ওষুধের! কবে থেকে জানুন
মেদিনীপুর লোকসভায় বিজেপি প্রার্থী কে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই রবিবার সকালে পদ্ম-প্রার্থী হিসেবে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখনের ছবি পোস্ট করা হয় সমাজমাধ্যমে। যা শুনে দিলীপ ঘোষ জানালেন, অতি উৎসাহিত হয়ে কর্মীরা এই কাজ করে ফেলেছে, ঠিক হয়নি। এবার বিকেলে অগ্নিমিত্রা পাল গেলেন তাঁর কাছে।
advertisement
advertisement
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর আসনের প্রার্থী হিসাবে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। ‘নিমরাজি’ দিলীপকে অন্য আসন থেকে লড়ানোর সিদ্ধান্তও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করে নিয়েছেন বলেও জানা গিয়েছে। সেটা বাস্তবায়িত হলে দিলীপকে প্রার্থী করার কথা বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। সে ক্ষেত্রে সুতোয় ঝুলছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার ভাগ্য। তাঁকে আদৌ প্রার্থী করা হবে, না কি অন্য কোনও আসন দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2024 8:28 PM IST