BJP Candidate List West Bengal: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

Last Updated:

BJP Candidate List West Bengal 2nd phase: প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর রবিবার দ্বিতীয় দফায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ
বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ
নয়াদিল্লি: প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর রবিবার দ্বিতীয় দফায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসানসোল কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন প্রার্থী পবন সিং। স্বাভাবিকভাবেই, এই কেন্দ্রটিতে নতুন প্রার্থী দেওয়ার জায়গা তৈরি হয়। উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪২টি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের বাকি ২৩টি আসনেও বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেল একের পর এক চমক।
এক ঝলকে দেখে নিন বিজেপির ২য় প্রার্থীতালিকা
বিজেপির ২য় প্রার্থীতালিকা বিজেপির ২য় প্রার্থীতালিকা
advertisement
রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই এই তালিকায় লোকসভা প্রার্থী হিসাবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংহের। রয়েছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও।
advertisement
আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ভুঁড়ি কমানোর পরামর্শ, কাকে ফিট থাকতে বললেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ?
কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। অভিজিৎকে তমলুক থেকে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরেই। দ্বিতীয় দফার তালিকায় প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে তমলুকের প্রার্থী হিসাবেই।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP Candidate List West Bengal: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement