স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেড়ে নিতে চলেছে মানুষের চাকরি এমনটাই মনে করছেন অনেকে। এই ভাবনার সত্যতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানুষকে সাহায্য করতে পারে বিভিন্ন কাজে সেই ক্ষেত্রটিতেই আলোকপাত করতে চান বাঁকুড়ার কৃতি ছাত্রী সোনাই মুখোপাধ্যায় ।
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
advertisement
সাম্প্রতিক ডিজিটাল এর দুনিয়ায় দাপট বেড়েছে চ্যাট জিপিটি, মিডজার্নি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওপেন এ আই সব সফটওয়্যারের। ভিডিও তৈরি করা ,স্ক্রিপ্ট লেখা, মেইল করা থেকে শুরু করে কোডিং পর্যন্ত এক নিমিষে করে ফেলছে এই প্রযুক্তি। স্বাভাবিকভাবেই এক অনিশ্চয়তা দানা বেঁধেছে চাকুরীজীবী মানুষদের মধ্যে।
আরও পড়ুন: মাধ্যমিকে তৃতীয় হওয়ার পরই মুখ্যমন্ত্রীর ফোন বসিরহাটের অর্ককে
অনেকেই মনে করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর হাতে খোয়া যেতে পারে তাদের সাধের চাকরি। কৃতী সোনাই মুখোপাধ্যায় সেই চিন্তা ধারাকে পরিবর্তন করতে বেছে নিতে চান এআই নিয়ে পড়াশোনা। সোনাইয়ের ইচ্ছে , আইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে এগিয়ে যাবেন তিনি।
সোনাই এর সাফল্যে যথেষ্ট খুশি তার মা বাবা এবং দিদি। দিদির স্বপ্ন পূরণ করেছে বোন এমনটাই বলছেন সোনাইয়ের দিদি স্মৃতিলেখা মুখোপাধ্যায় ।
Nilanjan Banerjee