Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
শুক্রবার সকাল দশটায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম এবং নম্বর ঘোষণা করা হবে। তাছাড়া মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন তথ্য সকাল দশটার সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন ৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷ পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট৷ অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07৷ News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ৷ এ ছাড়াও এসএমএস করে মাধ্যমিকের ফলাফল জানা যাবে।
advertisement
আরও পড়ুনঃ ‘কথা বলতে পারব না…’, চিকিৎসা চলছে হাসপাতালে, আচমকা কী হল শতরূপের? উদ্বেগ
অন্যদিকে, জানা গিয়েছে বেলা বারো’টার পর যেমন ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে, তেমনই পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে স্কুলগুলিকে। অর্থাৎ বেলা ১২’টার পর বিদ্যালয় থেকে নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন পরীক্ষার্থীরা।
ওয়েবসাইটে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। পর্ষদের ওয়েবসাইট ছাড়াও অন্য ওয়েবসাইট এবং নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে একই নিয়মে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। জেনে নিন কি করে দেখবেন নিজের রেজাল্ট।
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
আরও পড়ুনঃ
১) প্রথমেই আপনাকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট অথবা যে ওয়েব সাইটে নিজের রেজাল্ট দেখতে চান সেখানে যেতে হবে।
২) এরপর ক্লিক করতে হবে WBBSE ক্লাস টেন রেজাল্ট লিংকে।
৩) এরপর নির্ধারিত জায়গায় বসিয়ে দিন আপনার রোল নম্বর এবং জন্মতারিখ। রোল নম্বর দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে।
৪) এরপর সাবমিট বাটনে ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল।
প্রয়োজনে সেই ফলাফল ডাউনলোড করে রাখতে পারেন।
•এসএমএস করো জানতে পারেন আপনার ফলাফল। এসএমএস করে ফলাফল জানতে লিখুন WB10 । এরপর স্পেস দিয়ে লিখুন আপনার রোল নম্বর। এসএমএস পাঠিয়ে দিন 5676570 নম্বরে।
•জেনে নিন কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল জানা যাবে।
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ও wbbse.org থেকে রেজাল্ট দেখতে পাবেন।
ফলাফল দেখতে পাবেন – news18bangla.com – এ। পাশাপাশি নিচে দেওয়া ওয়েবসাইটগুলি থেকেও দেখতে পারবেন মাধ্যমিকের ফলাফল।
• wbresults.nic.in
• www.exametc.com
• www.indiaresults.com
• www.results.shiksha
• www.schools9.com
• www.vidyavision.com
• www.fastresult.in
Nayan Ghosh