*কিন্তু কি হয়েছে শতরূপের? কেন হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে? পহেলি নিউজ ১৮ বাংলা ডিজিটালকে জানিয়েছেন, "শতরূপের নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। সম্প্রতি সেই সমস্যা প্রকট হয়ে দাড়িয়েছিল। একপ্রকার নিশ্বাস নিতেই পারছিল না। বড় পলিপ ছিল। এ ছাড়াও ডিএনএস ছিল, তাই এ দিন সেপ্টোপ্লাস্টি হয়েছে।" ছবি সৌজন্যেঃ ফেসবুক।