৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের ছাত্র সন্দীপ ঘোষ। আগামী দিনে অংক অথবা স্ট্যাটিসটিকস নিয়ে রিসার্চ করতে চায় সন্দীপ। বাবা পেশায় ফটোগ্রাফার ও মুদি দোকানের ব্যবসায়ী।
আরও পড়ুন: এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
সন্দীপ ঘোষ জানান, “দিনে ৬ ঘন্টা পড়াশোনা করত সে। বাবার দোকানে সে সাহায্য করত। তারপর আবারও পড়াশোনা করত সে। কিন্তু এত ভাল পরীক্ষার ফল হবে তা সে বুঝতেও পারেনি।”
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৯.২৫ শতাংশ! রেজাল্ট দেখুন News18 Bangla.com-এ এক ক্লিকে
উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার পর থেকে জোরদার প্রস্তুতি নিচ্ছিল সে। এদিন তার রাজ্যে সপ্তম হওয়ার খবর আলিপুরদুয়ারে আসতেই শুরু হয়ে যায় আনন্দ। চলে মিষ্টিমুখের পালা। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন শহরের বিশিষ্টরা।
অনন্যা দে