West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৯.২৫ শতাংশ! রেজাল্ট দেখুন News18 Bangla.com-এ এক ক্লিকে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal HS Result 2023: মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। রেজাল্ট দেখুন News18 Bangla.com-এ।
কলকাতা: মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেন এবারের উচ্চ মাধ্যমিকের ফল।
advertisement
১২ টায় রেজাল্ট ঘোষণার পর সাড়ে ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে ৷ রেজাল্ট জানতে সবার আগে চোখ রাখুন নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷
ক্লিক করুন—->https://bengali.news18.com/news/career/board-results/ টাইপ করুন আপনার রোল নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷
চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর৷ গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত ১৫ মে ট্যুইটে ফল ঘোষণার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন।
advertisement
সবার আগে সহজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন News18 Bangla.com-এ
ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 12:15 PM IST