TRENDING:

HS Exam Result 2025: চরম অভাব-অনটন! দিনরাত হাড়ভাঙা খাটুনির পরও উচ্চমাধ্যমিকে তাক লাগাল সুস্মিতা, কত নম্বর পেল? জানলে গর্বে বুক ফুলবে

Last Updated:

HS Exam Result 2025: অন্যের জমিতে মায়ের সঙ্গে দিনমজুরের কাজ করে চলতি বছরে উচ্চমাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেয়ে তাক লাগানো সাফল্য পিতৃহারা সুস্মিতার। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার মাঝেই বইয়ের পাতা উল্টেপাল্টে পড়েছে ওই আদিবাসী ছাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: অভাবের সংসারে মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়েছে। অন্যের জমিতে মায়ের সঙ্গে দিনমজুরের কাজ করে চলতি বছরে উচ্চমাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেয়ে তাক লাগানো সাফল্য পিতৃহারাHS Exam Result 2025: সুস্মিতার। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার মাঝেই বইয়ের পাতা উল্টেপাল্টে পড়েছে ওই আদিবাসী ছাত্রী। কালিকাপুর গ্রাম থেকে প্রায় ৮ কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিনই বালুরঘাট শহরের নালন্দা বিদ্যাপীঠ স্কুলে আসতে হয়েছে তাঁকে। সেখান থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। আর তাতেই স্কুলের সর্বোচ্চ নম্বর ৪২৮ পেয়েছে সে। তাঁর এই সাফল্যে স্কুলের শিক্ষক থেকে শুরু করে গ্রামবাসী উচ্ছসিত।
advertisement

গ্রামের রাস্তায় গাড়ি চলে না। সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করত। কাজে যাওয়ার আগে ও এসে পড়াশোনা করা। উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে। তাঁর বোন সঙ্গীতা পাহানও একই স্কুল থেকে পড়াশোনা করছে। মায়ের সঙ্গে অন্যের জমিতে কাজ করে পড়াশোনা ও সংসারের খরচ চালাতে হয়। জমিতে কাজ করলে টাকা পায়, না হলে কিছু পায় না। ভবিষ্যতে শিক্ষকতার স্বপ্ন সুস্মিতার দু-চোখ জুড়ে। কিন্তু আর্থিক অনটনের মধ্যে সেই স্বপ্ন ছুঁতে পারবে কিনা সেই নিয়ে দুশ্চিন্তা গ্রাস করছে সুস্মিতাকে। ভবিষ্যৎ নিয়ে যথেষ্টই চিন্তিত সুস্মিতার মা।

advertisement

আরও পড়ুন-ফের করোনা মহামারী? কোভিডের নতুন JN.1 ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক, ভ্যাকসিন কি আদৌ কার্যকর হবে? নয়া ঢেউয়ে কাঁপছে বিশ্ব

সুস্মিতার মা সিজলী পাহান বলেন, ‘প্রায় ১৪ বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। মেয়েদের উঁচু ক্লাসে আরও পড়ার খরচ বাড়ছে। কিভাবে তাঁর শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবেন জানা নেই। অন্যের জমিতে কাজের পাশাপাশি বাড়িতে হাঁস, মুরগি ও ছাগল পালন করে কিছুটা অর্থ উপার্জন হয়। কিন্তু দুই মেয়েকে পড়াশোনা করানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে সরকারি সাহায্য প্রয়োজন।’

advertisement

View More

আরও পড়ুন-‘শরীরের উপর ঝাঁপিয়ে…!’ অবস্থা খারাপ মাধুরীর, ভয়ে থর থর করে কাঁপছিলেন ‘খলনায়ক’, শ্যুটিং সেটে কী ঘটেছিল সেদিন? জানলে ঘুম উড়বে

বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের বাড়ি সুস্মিতা পাহানের। ছোট থেকেই কষ্টের সংসারে থেকে মানুষ সে। মাটির ঘরে থেকেই তাঁর পড়াশোনা। আবাস যোজনার ঘর পর্যন্ত মেলেনি এখনও। অভাবের সংসারে মাত্র চার বছর বয়সে বাবা শ্যামল পাহানকে হারিয়েছে। কিন্তু তাতেও দমে যায়নি সুস্মিতা। পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠা তাঁকে শক্তি জুগিয়েছে। মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসারের হাল ধরেছেন। বয়স একটু বাড়তেই সুস্মিতাও মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের পাশে দাঁড়াতে জমিতে কাজ শুরু করে। সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পরেও ক্লান্তি বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি তাঁকে। সুস্মিতার এই সাফল্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে ইতিমধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam Result 2025: চরম অভাব-অনটন! দিনরাত হাড়ভাঙা খাটুনির পরও উচ্চমাধ্যমিকে তাক লাগাল সুস্মিতা, কত নম্বর পেল? জানলে গর্বে বুক ফুলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল