Job Alert: জলপাইগুড়িতে সরকারি চাকরির সুযোগ, আশাকর্মী কর্মসূচিতে BPC পদে নিয়োগ, আবেদন করুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Job Alert: জলপাইগুড়ি সদর ব্লকের জন্য মোট একটি শূন্যপদে (OBC-B শ্রেণিভুক্ত) নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীর মাসিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যা, সামাজিক নৃতত্ত্ব, সামাজিক কাজ (MSW), ব্যবসা প্রশাসন (MBA), অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন বা গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
advertisement
1/5

*আপনিও কী চাকরি খুঁজছেন? তাহলে চটজলদি অ্যাপ্লাই করুন এই পদের জন্য। জলপাইগুড়ি সদর মহকুমায় আশাকর্মী কর্মসূচির আওতায় ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (BPC) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে।
advertisement
2/5
*জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জলপাইগুড়ি সদর ব্লকের জন্য মোট একটি শূন্যপদে (OBC-B শ্রেণিভুক্ত) নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীর মাসিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যা, সামাজিক নৃতত্ত্ব, সামাজিক কাজ (MSW), ব্যবসা প্রশাসন (MBA), অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন বা গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রির সঙ্গে ন্যূনতম দু-বছরের স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
advertisement
3/5
*আশাকর্মী কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর MS Office ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা, ভাল যোগাযোগ ক্ষমতা, পরিশ্রমী মানসিকতা এবং ব্যাপকভাবে ভ্রমণের ইচ্ছা থাকা আবশ্যক। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে।
advertisement
4/5
*১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না। তবে OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের বয়স ছাড় প্রযোজ্য। আবেদনের সঙ্গে বাসস্থানের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, কম্পিউটার সার্টিফিকেট এবং স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতার নথি জমা দিতে হবে।
advertisement
5/5
*মেধা, স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতা ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। অ্যাপ্লিকেশন করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আবেদনপত্র নির্দিষ্ট সময়সীমার মধ্যে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দফতরে ড্রপ বক্সে জমা দিতে হবে। তারপর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচন করা হবে।