SSC Recruitment: কমলো চূড়ান্ত শূন্যপদের সংখ্যা! SSC-র নয়া তালিকায় কোন বিষয়ে কত আসন ফাঁকা, দেখে নিন এক ঝলকে
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ঘোষিত শূন্য পদের চেয়ে চূড়ান্ত শূন্য পদ কমলো। ঘোষিত শূন্য পদের চেয়ে তিনটি শূন্য পদ কমে গেল চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ হওয়ার পরে।
কলকাতা: চূড়ান্ত হয়ে গেল নবম-দশমের শূন্যপদের তালিকা৷ বিশদে সেই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ, এসএসসি৷
ঘোষিত শূন্য পদের চেয়ে চূড়ান্ত শূন্য পদ কমলো। ঘোষিত শূন্য পদের চেয়ে তিনটি শূন্য পদ কমে গেল চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ হওয়ার পরে।
advertisement
advertisement
নবম দশমের শিক্ষক নিয়োগের মোট শূন্য পদ ২৩২০৯ টি। এর মধ্যে বাংলা বিষয়ে- 3024, ইংলিশ – 3336, ইতিহাস – 2148, ভূগোল – 1839
অঙ্ক – 3922, জীবন বিজ্ঞান – 3910, ভৌত বিজ্ঞান – 4352, হিন্দি – 471, তেলেগু – 6, উর্দু – 184, নেপালি – 17।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন।
view commentsLocation :
West Bengal
First Published :
Dec 15, 2025 10:42 PM IST








