SSC Recruitment: কমলো চূড়ান্ত শূন্যপদের সংখ্যা! SSC-র নয়া তালিকায় কোন বিষয়ে কত আসন ফাঁকা, দেখে নিন এক ঝলকে

Last Updated:

ঘোষিত শূন্য পদের চেয়ে চূড়ান্ত শূন্য পদ কমলো। ঘোষিত শূন্য পদের চেয়ে তিনটি শূন্য পদ কমে গেল চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ হওয়ার পরে।

News18
News18
কলকাতা: চূড়ান্ত হয়ে গেল নবম-দশমের শূন্যপদের তালিকা৷ বিশদে সেই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ, এসএসসি৷
ঘোষিত শূন্য পদের চেয়ে চূড়ান্ত শূন্য পদ কমলো। ঘোষিত শূন্য পদের চেয়ে তিনটি শূন্য পদ কমে গেল চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ হওয়ার পরে।
advertisement
advertisement
নবম দশমের শিক্ষক নিয়োগের মোট শূন্য পদ ২৩২০৯ টি। এর মধ্যে বাংলা বিষয়ে- 3024, ইংলিশ – 3336, ইতিহাস – 2148, ভূগোল – 1839
অঙ্ক – 3922, জীবন বিজ্ঞান – 3910, ভৌত বিজ্ঞান – 4352, হিন্দি – 471, তেলেগু – 6, উর্দু – 184, নেপালি – 17।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment: কমলো চূড়ান্ত শূন্যপদের সংখ্যা! SSC-র নয়া তালিকায় কোন বিষয়ে কত আসন ফাঁকা, দেখে নিন এক ঝলকে
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement