শিবম জানায়, মানুষের রূপে জন্ম নিয়ে কিছু এমন কাজ করা উচিত যাতে বাবা-মা এবং সমাজ গর্বিত হতে পারে। সে চায়, এলাকার সব ছেলে-মেয়েই যেন এমন উন্নতি করে যাতে কেউ কাঁকিনাড়ার যুবসমাজকে আর বেকার বলতে না পারে। গুরুকুলের শিক্ষক অমিত শাউ বলেন, “আমি শিবমকে বলেছিলাম র্যাঙ্ক ১-১০ এর মধ্যে চাই। কিন্তু সে প্রথম হয়ে আমাদের গর্বিত করেছে।”
advertisement
আরও পড়ুন– একাধিক আধার-ভোটার কার্ড-সহ কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল ! মহিলার আসল পরিচয় জেনে নিন
তিনি আরও জানান, গুরুকুলে মূলত বেসিক ও ক্যালকুলেশনে জোর দেওয়া হয়। পাশাপাশি, আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী ফি দিতে পারে না, তাদের জন্য ছাড় রয়েছে। শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। তাদের লক্ষ্য, কাঁকিনাড়ার চেহারা বদলে দেওয়া।
advertisement
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Aug 01, 2025 11:34 AM IST





