TRENDING:

বোমা ও গুলিতেই পরিচিতি ওই এলাকার ! SSC GD পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভাটপাড়ার নাম উজ্জ্বল করলেন শিবম

Last Updated:

সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে শিবমকে সংবর্ধনা দেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াংশু পান্ডে। একইসঙ্গে গুরুকুলের কর্ণধার ও শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করা হয়। বোমা ও গুলির জন্য পরিচিত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে শিবমের এই সাফল্য এক নতুন দিশা দেখিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভজিৎ সরকার, কাকিনাড়া: দেশের মধ্যে SSC GD পরীক্ষায় প্রথম, জগদ্দলের শিবমের কৃতিত্বে গর্বিত কাঁকিনাড়া-সহ গোটা বাংলা। এসএসসি জিডি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জগদ্দলের পুরানী বাজারের বাসিন্দা শিবম চৌধুরী। তিনি কাঁকিনাড়ার কাটাডাঙ্গা রোডের শান্তিনগরের গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউশনের ছাত্র। সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে শিবমকে সংবর্ধনা দেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াংশু পান্ডে। একইসঙ্গে গুরুকুলের কর্ণধার ও শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করা হয়। বোমা ও গুলির জন্য পরিচিত ভাটপাড়া-কাঁকিনাড়া অঞ্চলে শিবমের এই সাফল্য এক নতুন দিশা দেখিয়েছে।
advertisement

আরও পড়ুন– সস্তায় মিলছে বাড়ি, যানজটও নেই, ৫ বছরের মধ্যে গুরুগ্রাম এবং নয়ডাকে ছাড়িয়ে যেতে পারে এই NCR !

শিবম জানায়, মানুষের রূপে জন্ম নিয়ে কিছু এমন কাজ করা উচিত যাতে বাবা-মা এবং সমাজ গর্বিত হতে পারে। সে চায়, এলাকার সব ছেলে-মেয়েই যেন এমন উন্নতি করে যাতে কেউ কাঁকিনাড়ার যুবসমাজকে আর বেকার বলতে না পারে। গুরুকুলের শিক্ষক অমিত শাউ বলেন, “আমি শিবমকে বলেছিলাম র‍্যাঙ্ক ১-১০ এর মধ্যে চাই। কিন্তু সে প্রথম হয়ে আমাদের গর্বিত করেছে।”

advertisement

আরও পড়ুন– একাধিক আধার-ভোটার কার্ড-সহ কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল ! মহিলার আসল পরিচয় জেনে নিন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

তিনি আরও জানান, গুরুকুলে মূলত বেসিক ও ক্যালকুলেশনে জোর দেওয়া হয়। পাশাপাশি, আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী ফি দিতে পারে না, তাদের জন্য ছাড় রয়েছে। শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। তাদের লক্ষ্য, কাঁকিনাড়ার চেহারা বদলে দেওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
বোমা ও গুলিতেই পরিচিতি ওই এলাকার ! SSC GD পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ভাটপাড়ার নাম উজ্জ্বল করলেন শিবম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল