একাধিক আধার-ভোটার কার্ড-সহ কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল ! মহিলার আসল পরিচয় জেনে নিন

Last Updated:

Bangladeshi Model Shanta Paul Arrest in Kolkata: ধৃত শান্তা পালের কাছ থেকে ২০২০ সালে ইস্যু হওয়া একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে, যার ঠিকানা বর্ধমানে। একইসঙ্গে তার কাছ থেকে কলকাতার ঠিকানাযুক্ত আরও একটি আধার কার্ড এবং প্যান কার্ডও উদ্ধার হয়েছে।

কলকাতায় ধৃত শান্তা পাল
কলকাতায় ধৃত শান্তা পাল
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: ভুয়ো ভারতীয় নথি ব্যবহার করে শহরে বসবাসকারী এক বাংলাদেশি মডেল শান্তা পালকে (Shanta Paul) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ২০২০ সালে ইস্যু হওয়া একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে, যার ঠিকানা বর্ধমানে। একইসঙ্গে তার কাছ থেকে কলকাতার ঠিকানাযুক্ত আরও একটি আধার কার্ড এবং প্যান কার্ডও উদ্ধার হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, শান্তার স্বামী অন্ধ্র প্রদেশের বাসিন্দা। আধার কার্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্যান কার্ডও। কীভাবে ও কোথা থেকে এই নথিগুলি তৈরি করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
বাংলাদেশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী, শান্তা পালের বাংলাদেশে নিয়মিত যাতায়াত ছিল এবং সেখানকার বিনোদন জগতের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকারে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।
advertisement
প্রশ্ন উঠছে, কেন তিনি ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় ছিলেন ? এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, বা কবে থেকে তিনি শহরে বসবাস করছেন, এসব দিকই এখন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
advertisement
২০২৩ সাল থেকে কলকাতার গলফ গল্‌ফ গ্রিন থানা এলাকার বিক্রমগড়ে বাড়ি ভাড়া করে থাকতেন শান্তা। তার সঙ্গে এক যুবকও ছিলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় বিভিন্ন নথি ছাড়াও, বাংলাদেশের একাধিক পাসপোর্ট ও সেদেশের এক বিমান সংস্থার পরিচয়পত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (ঢাকার) মিলেছে তাঁর কাছে। যদিও তিনি কোনও ভিসা দেখাতে পারেননি। ২০২৩ সালে ভিসা নিয়ে এদেশে এসেছিলেন তিনি। সেই ভিসার মেয়াদ ফুরিয়েছে। এরপর নতুন করে ভিসার বানাননি তিনি। শুধু তাই নয়, পাসপোর্টের মেয়াদও ফুরিয়েছে চলতি বছরে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
একাধিক আধার-ভোটার কার্ড-সহ কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল ! মহিলার আসল পরিচয় জেনে নিন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement