রজনীকান্ত ও রাম চরণের মতো তারকাদের সঙ্গে পর্দায় প্রেম, বাস্তবেও ৩ বার সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী ! এমনকী বিয়ে না করেই জন্ম দিয়েছেন সন্তানেরও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
তবে খ্যাতির শিখরে থাকাকালীন আচমকাই ছবির দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এরপরে অন্য একটি দেশে চলে যান তিনি। সেখানেই থিতু হয়েছেন। কথা হচ্ছে, অভিনেত্রী অ্যামি জ্যাকসনের।
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে কল্পবিজ্ঞানের ছবিতে অভিনয় করে সারা দেশে খ্যাতি লাভ করেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। তামিল, তেলুগু, কন্নড় ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও তিনি কাজ করেছেন। তবে খ্যাতির শিখরে থাকাকালীন আচমকাই ছবির দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এরপরে অন্য একটি দেশে চলে যান তিনি। সেখানেই থিতু হয়েছেন। কথা হচ্ছে, অভিনেত্রী অ্যামি জ্যাকসনের। ১৯৯২ সালের ৩১ জানুয়ারি ব্রিটেনে জন্ম অ্যামির। মাত্র ১৪ বছর বয়সেই মডেলিংয়ের জগতে পদার্পণ করেছিলেন।
advertisement
এরপর ১৬-তেই জিতে নিয়েছিলেন ‘মিস টিন ওয়ার্ল্ড ২০০৯’-এর খেতাব। এই প্রতিযোগিতায় জয়ের পরেই উঠতি এই মডেলের দিকে নজর পড়ে ভারতীয় চিত্র পরিচালকদের। এরপরেই রুপোলি দুনিয়ায় পা রাখেন অ্যামি। মাত্র ১৬ বছর বয়সে অভিনেত্রী হিসেবে তামিল ছবি ‘মাদ্রাসাপাত্তিনম’ ছবিতে ডেবিউ করেন। এই ছবিটির ডাবিং হয় তেলুগু ভাষাতেও। নাম ছিল ‘১৯৪৭ আ লাভ স্টোরি’। এক ব্রিটিশ কন্যার চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করেছিলেন অ্যামি। সেই ছবিতে ব্রিটিশ কন্যাটি এক ভারতীয় পুরুষের প্রেমে পড়েন। সেই প্রেক্ষাপট ঘিরেই আবর্তিত হয়েছিল ছবির গল্প। দর্শকদের থেকেও মিলেছিল প্রচুর ভালবাসা। (Photo: Instagram)
advertisement
ছবিটি ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল আর রাতারাতি দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় তারকা হয়ে উঠেছিলেন অ্যামি। সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের জোরে এরপর ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অফার পেতে থাকেন অভিনেত্রী। রামচরণের সঙ্গে ‘ইভাড়ু’ (২০১৪) নামে তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হিন্দি ছবি ‘সিং ইজ ব্লিং’ (২০১৫)-এ দেখা গিয়েছিল তাঁকে। (Photo: Instagram)
advertisement
কন্নড় ভাষায় ‘দ্য ভিলেন’ (২০১৮) ছবিতেও কাজ করেছেন অ্যামি। কিন্তু ওই বছরেই নিজের কেরিয়ারের সবথেকে বড় কাজটি পেয়েছিলেন অভিনেত্রী। আসলে শঙ্কর পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবির দ্বিতীয় সিক্যুয়েলে হিউম্যানয়েড রোবটের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অ্যামি। আর সেই ছবির হাত ধরেই সারা ভারতে খ্যাতির শিখরে উঠে আসেন তিনি। (Photo: Instagram)
advertisement
ব্যাপক সাফল্য সত্ত্বেও রুপোলি দুনিয়াকে বিদায় জানান অ্যামি। কেরিয়ারে মাত্র ১৫টিই ছবি করেছেন। আসলে ২০২৪ সালের অগাস্ট মাসে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেছেন অ্যামি। তবে এর আগেও অবশ্য একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১১ সাল নাগাদ বলিউড অভিনেতা প্রতীক বব্বরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পরের বছরই সম্পর্ক ভেঙে গিয়েছিল তাঁদের। (Photo: Instagram)
advertisement
এরপর ২০১৫ সাল নাগাদ ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পানাইয়োতোউয়ের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন। কিন্তু ২০২১ সালে আচমকাই তাঁদের পথ আলাদা হয়ে যায়। সেই সময় বিবাহ না করেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। পরে এডকে বিয়ে করার পরে আরও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। বর্তমানে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনেই সংসার পেতেছেন তিনি। (Photo: Instagram)
advertisement
বর্তমানে Hugo Boss, Cartier, Bulgari-র মতো বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন অ্যামি। সেই সঙ্গে পশু অধিকারের জন্যও লড়াই চালাচ্ছেন। PETA-র প্রতিও রয়েছে তাঁর সমর্থন। সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে আপডেট ভাগও করে নিতে দেখা যায় তাঁকে। বিভিন্ন রিপোর্টে জানা যায় যে, অ্যামির মোট সম্পত্তির পরিমাণ ৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকা। ব্র্যান্ড ডিল এবং প্রচার থেকে তাঁর মাসিক আয় প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি। (Photo: Instagram)