TRENDING:

'শার্ডস উইদিন' এর ছন্দে উড়ান, সর্বকনিষ্ঠ বিজয়ী! শিবমন্দিরের ২২ এর ঝকঝকে অলিভিয়া আজ জাতীয় মঞ্চে

Last Updated:

Success And Awards: ছোটবেলা থেকেই কলমে সখ্য। কথায় কথায় কবিতা। বাংলা মাধ্যমের স্কুলে পড়েও যে আন্তর্জাতিক মহলে নিজের কাব্যকণ্ঠ পৌঁছে দেওয়া যায়, তা প্রমাণ করলেন শিলিগুড়ির শিবমন্দিরের ২২ বছরের অলিভিয়া বর্মন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : ছোটবেলা থেকেই কলমে সখ্য। কথায় কথায় কবিতা। বাংলা মাধ্যমের স্কুলে পড়েও যে আন্তর্জাতিক মহলে নিজের কাব্যকণ্ঠ পৌঁছে দেওয়া যায়, তা প্রমাণ করলেন শিলিগুড়ির শিবমন্দিরের ২২ বছরের অলিভিয়া বর্মন।
advertisement

সম্প্রতি তিনি ২০২৫ সালের ব্লু ক্লাউড পাবলিশার্সের সেরা লেখক র‍্যাঙ্কিংয়ে সারা ভারত থেকে তৃতীয় স্থান অর্জন করেছেন। আর তাতে তিনি হলেন এই তালিকার সবচেয়ে কমবয়সি বিজয়ী।

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেস ট্রেনের এসি-1 কোচে এমন কাজ করলেন বিধায়ক…! ছিঃ ছিঃ ছিঃ! ধেয়ে এল জিআরপি-আরপিএফ-ট্রেন সুপারিন্টেন্ডেন্ট

অলিভিয়ার লেখা কবিতা “Shards Within” নির্বাচিত হয়েছে এক লক্ষেরও বেশি জমা পড়া লেখার মধ্যে থেকে, যা এবার ১৪০টিরও বেশি দেশে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

advertisement

View More

আরও পড়ুন: চালের কৌটোয় কিলবিল করছে কালো ‘পোকা’…? এই ‘পাউডার’ পোকার ‘বিষ’! তাড়াবেই তাড়াবে! শিখে নিন ছোট্ট সহজ টোটকা

তবে এখানেই শেষ নয়। ইতিমধ্যেই ১৪ বইয়ে অলিভিয়ার লেখা স্থান পেয়েছে। তিনি বর্তমানে একজন মেডিকেল শিক্ষার্থী এবং লেখালেখির পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পড়াশোনার সঙ্গে যুক্ত থেকেও নিজেকে শিল্পী হিসেবে গড়ে তুলেছেন।

advertisement

আরও পড়ুন: স্বামীকে ছেড়ে ‘জামাইবাবুর’ প্রেমে হাবুডুবু ‘কনে’! তলে তলে ভাসছিল তুমুল রোমান্সে, ১০ জুলাই গভীর রাতেই…!

অলিভিয়ার বাবা নিতাই বর্মন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আর মা জ্যোৎস্না রায় হাইস্কুলের শিক্ষিকা। পড়াশোনা শুরুর দিনগুলো কাটে নরসিংহ বিদ্যাপীঠে, যেখানে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন। সাধারণ মধ্যবিত্ত ঘরের এই মেয়েটি যে একদিন বিশ্বমঞ্চে নিজের পরিচয় তুলে ধরবে, সেটা ভাবেননি কেউই।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গ এক্সপ্রেসে আচমকা হুড়মুড়িয়ে উঠে এল ‘ওঁরা’…! কয়েক মিনিটেই যা ঘটল, প্যাসেঞ্জাররা ‘থ’, চোখ কপালে তুলল RPF

২০২৪ সালে অলিভিয়া বাংলা মাধ্যমের ছাত্রী হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে নজর কাড়েন। তিনি World Health Organization (WHO)-র মঞ্চে বক্তা হিসেবে প্রতিনিধিত্ব করেন ১৪তম এশিয়ান ইয়ুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে, যা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়।

advertisement

“শব্দের ভাঙচুরের মধ্যেই আমি নিজেকে খুঁজি” — অলিভিয়া বলেন, তাঁর কবিতা ‘Shards Within’ সম্পর্কে। তাঁর লেখা কেবল ভাষার খেলা নয়, বরং মানসিক দ্বন্দ্ব, সমাজের চাপ, এবং একজন তরুণীর মনের অন্দরমহলের কথার এক আন্তরিক প্রকাশ।

আজ অলিভিয়া শুধু শিবমন্দির এলাকার নয়, বরং গোটা শিলিগুড়ির গর্ব। তাঁর এই যাত্রা প্রমাণ করে দেয়, সঠিক দিশা, সাহস আর কঠোর পরিশ্রম থাকলে একজন তরুণীও পৌঁছতে পারেন আন্তর্জাতিক মহলে।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

ঋত্বিক ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/শিক্ষা/
'শার্ডস উইদিন' এর ছন্দে উড়ান, সর্বকনিষ্ঠ বিজয়ী! শিবমন্দিরের ২২ এর ঝকঝকে অলিভিয়া আজ জাতীয় মঞ্চে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল