স্বামীকে ছেড়ে 'জামাইবাবুর' প্রেমে হাবুডুবু 'কনে'! তলে তলে ভাসছিল তুমুল রোমান্সে, ১০ জুলাই গভীর রাতেই...!

Last Updated:
Extramarital Affair: সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাড়ির মেয়ের বিয়েতে জাঁকজমক কিছু কম হয়নি। সকলেরই তাই মন বেশ খুশি খুশি ছিল সেদিন। কিন্তু আচমকাই সেই পরিবারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা যা হইচই ফেলে দিল মুহূর্তের মধ্যে!
1/12
উত্তরপ্রদেশের ললিতপুরে প্রেমের এক বেনজির ঘটনা সামনে এসেছে যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো। সেখানে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসতেই তুলেছে ঝড়! Representative Image
উত্তরপ্রদেশের ললিতপুরে প্রেমের এক বেনজির ঘটনা সামনে এসেছে যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের মতো। সেখানে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসতেই তুলেছে ঝড়! Representative Image
advertisement
2/12
উত্তরপ্রদেশের ললিতপুরে এক পরিবারে সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাড়ির মেয়ের বিয়েতে জাঁকজমক কিছু কম হয়নি। সকলেরই তাই মন বেশ খুশি খুশি ছিল সেদিন। কিন্তু আচমকাই সেই পরিবারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা যা হইচই ফেলে দিল মুহূর্তের মধ্যে! Representative Image
উত্তরপ্রদেশের ললিতপুরে এক পরিবারে সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাড়ির মেয়ের বিয়েতে জাঁকজমক কিছু কম হয়নি। সকলেরই তাই মন বেশ খুশি খুশি ছিল সেদিন। কিন্তু আচমকাই সেই পরিবারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা যা হইচই ফেলে দিল মুহূর্তের মধ্যে! Representative Image
advertisement
3/12
সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই ছড়াল দাবানলের মতো। বুক কাঁপল নেটিজেনদের, এমনও কী সম্ভব? কী এমন ঘটেছিল সেই পরিবারে? Representative Image
সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই ছড়াল দাবানলের মতো। বুক কাঁপল নেটিজেনদের, এমনও কী সম্ভব? কী এমন ঘটেছিল সেই পরিবারে? Representative Image
advertisement
4/12
ঘটনাটি ঘটেছে তালবেহাট কোতোয়ালি এলাকার সরফায়ানা মহল্লার এক পরিবারে। এক মাস আগেই ললিতপুরের তালবেহাট কোতোয়ালি এলাকার সরফায়ানা মহল্লার ওই পরিবারে ভিলাল খানের সঙ্গে বিয়ে হয় মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাসিন্দা শবনমের। AI Generated Representative Image
ঘটনাটি ঘটেছে তালবেহাট কোতোয়ালি এলাকার সরফায়ানা মহল্লার এক পরিবারে। এক মাস আগেই ললিতপুরের তালবেহাট কোতোয়ালি এলাকার সরফায়ানা মহল্লার ওই পরিবারে ভিলাল খানের সঙ্গে বিয়ে হয় মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাসিন্দা শবনমের। AI Generated Representative Image
advertisement
5/12
কিন্তু বিয়ের মাত্র এক মাস পরেই ঘটে অঘটন। নববিবাহিতা কনে তাঁর নিজের জামাইবাবুর সঙ্গে পালিয়ে যায় রাতের অন্ধকারে। সকাল শোনা যায় যে বিয়ের আগে থেকেই শবনমের সঙ্গে চুটিয়ে প্রেম চলছিল জামাইবাবুর।
কিন্তু বিয়ের মাত্র এক মাস পরেই ঘটে অঘটন। নববিবাহিতা কনে তাঁর নিজের জামাইবাবুর সঙ্গে পালিয়ে যায় রাতের অন্ধকারে। সকাল শোনা যায় যে বিয়ের আগে থেকেই শবনমের সঙ্গে চুটিয়ে প্রেম চলছিল জামাইবাবুর।
advertisement
6/12
গভীর রাতে শ্যালক ও শ্যালিকা গাড়িতে করে পালিয়ে যাওয়ার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। AI Generated Representative Image
গভীর রাতে শ্যালক ও শ্যালিকা গাড়িতে করে পালিয়ে যাওয়ার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। AI Generated Representative Image
advertisement
7/12
শবনমের স্বামী ভিলাল অভিযোগ করেন, ১০ জুলাই রাতে মহরোনি কোতোয়ালি এলাকার বাসিন্দা তাঁর স্ত্রী শবনমেরর জামাইবাবু তাঁদের বাড়িতে আসেন। রাত ১টার দিকে তাঁর স্ত্রী শবনম এবং তাঁর জামাইবাবু আশিক খান বাড়ি ছেড়ে পালিয়ে যান। শুধু পালিয়েই যায়নি তাঁরা, এমনকি ঘরে রাখা গয়না ও নগদ টাকাও সব নিয়ে পালিয়ে যান শবনম। পুলিশ ভিলালের স্ত্রী ও জামাইবাবুর খোঁজ শুরু করেছে। AI Generated Representative Image
শবনমের স্বামী ভিলাল অভিযোগ করেন, ১০ জুলাই রাতে মহরোনি কোতোয়ালি এলাকার বাসিন্দা তাঁর স্ত্রী শবনমেরর জামাইবাবু তাঁদের বাড়িতে আসেন। রাত ১টার দিকে তাঁর স্ত্রী শবনম এবং তাঁর জামাইবাবু আশিক খান বাড়ি ছেড়ে পালিয়ে যান। শুধু পালিয়েই যায়নি তাঁরা, এমনকি ঘরে রাখা গয়না ও নগদ টাকাও সব নিয়ে পালিয়ে যান শবনম। পুলিশ ভিলালের স্ত্রী ও জামাইবাবুর খোঁজ শুরু করেছে। AI Generated Representative Image
advertisement
8/12
এইভাবে নববিবাহিতা কনের তাঁর জামাইবাবুর সঙ্গে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পাড়া প্রতিবেশীদের মধ্যে।
এইভাবে নববিবাহিতা কনের তাঁর জামাইবাবুর সঙ্গে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পাড়া প্রতিবেশীদের মধ্যে।
advertisement
9/12
শুধু পালিয়ে গিয়েই ক্ষান্ত হয়নি, শবনম তাঁর সঙ্গে সোনা-রূপার গয়নাও নিয়ে গিয়েছে। জামাইবাবুর সঙ্গে শবনমের গাড়িতে করে পালিয়ে যাওয়ার ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। AI Generated Representative Image
শুধু পালিয়ে গিয়েই ক্ষান্ত হয়নি, শবনম তাঁর সঙ্গে সোনা-রূপার গয়নাও নিয়ে গিয়েছে। জামাইবাবুর সঙ্গে শবনমের গাড়িতে করে পালিয়ে যাওয়ার ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। AI Generated Representative Image
advertisement
10/12
ঘটনায় শবনমের স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। বিয়ের মাত্র এক মাস পরে কনের এই ভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছে।
ঘটনায় শবনমের স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। বিয়ের মাত্র এক মাস পরে কনের এই ভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছে।
advertisement
11/12
গ্রামবাসীরা বলছেন, আসলে দুজনের মধ্যে তলে তলে আগে থেকেই প্রেমের সম্পর্ক চলছিল, কিন্তু কেউই ভাবতে পারেনি বিয়ের পরও সেই সম্পর্কের আগুন জ্বলছিল। দুজনেই পালিয়ে যেতে পারে এমনটা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি পরিবারের কেউ।
গ্রামবাসীরা বলছেন, আসলে দুজনের মধ্যে তলে তলে আগে থেকেই প্রেমের সম্পর্ক চলছিল, কিন্তু কেউই ভাবতে পারেনি বিয়ের পরও সেই সম্পর্কের আগুন জ্বলছিল। দুজনেই পালিয়ে যেতে পারে এমনটা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি পরিবারের কেউ।
advertisement
12/12
ললিতপুর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ দুজনকেই খুঁজে বের করার জন্য দুটি দলও গঠন করেছে। উভয় পক্ষের লোকজনই ঘটনায় হতবাক।
ললিতপুর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ দুজনকেই খুঁজে বের করার জন্য দুটি দলও গঠন করেছে। উভয় পক্ষের লোকজনই ঘটনায় হতবাক।
advertisement
advertisement
advertisement