রাজধানী এক্সপ্রেস ট্রেনের এসি-1 কোচে এমন কাজ করলেন বিধায়ক...! ছিঃ ছিঃ ছিঃ! ধেয়ে এল জিআরপি-আরপিএফ-ট্রেন সুপারিন্টেন্ডেন্ট

Last Updated:
Indian Railways: শনিবার কিষাণগঞ্জ থেকে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নম্বর ১২৪২৩-ট্রেনটি অন্যদিনের মতোই নিজের গতিতে চলছিল, সেই ট্রেনেই যাত্রা করছিলেন বিহারের এই প্রাক্তন বিধায়ক। হঠাৎ মধ্যরাতে ব্রেক চাপলেন ট্রেনের লোকো পাইলট।
1/17
বিহার নির্বাচনের আগে হঠাৎই একজন প্রাক্তন বিধায়ক ট্রেনের কামরায় এমন কাণ্ড করে বসলেন যা নিয়ে রীতিমতো তোলপাড় পরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও যা ঘিরে তুমুল চর্চা চলছে রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যমে। আড়ালে ছিছিক্কার করছেন অনেকেই।
বিহার নির্বাচনের আগে হঠাৎই একজন প্রাক্তন বিধায়ক ট্রেনের কামরায় এমন কাণ্ড করে বসলেন যা নিয়ে রীতিমতো তোলপাড় পরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও যা ঘিরে তুমুল চর্চা চলছে রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যমে। আড়ালে ছিছিক্কার করছেন অনেকেই।
advertisement
2/17
কিষাণগঞ্জের বাহাদুরগঞ্জ বিধানসভা আসন থেকে চারবারের কংগ্রেস বিধায়ক এবং সম্প্রতি আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এ যোগ দেওয়া তৌসিফ আলম ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনে সেদিন এমন একটি কাজ করে বসেছিলেন যা দেখে কেবল ট্রেন সুপারিন্টেন্ডেন্টই হতবাক নন, জিআরপি থেকে আরপিএফ পর্যন্ত, সকলেই চুপ।
কিষাণগঞ্জের বাহাদুরগঞ্জ বিধানসভা আসন থেকে চারবারের কংগ্রেস বিধায়ক এবং সম্প্রতি আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এ যোগ দেওয়া তৌসিফ আলম ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনে সেদিন এমন একটি কাজ করে বসেছিলেন যা দেখে কেবল ট্রেন সুপারিন্টেন্ডেন্টই হতবাক নন, জিআরপি থেকে আরপিএফ পর্যন্ত, সকলেই চুপ।
advertisement
3/17
শনিবার কিষাণগঞ্জ থেকে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নম্বর ১২৪২৩-ট্রেনটি অন্যদিনের মতোই নিজের গতিতে চলছিল, সেই ট্রেনেই যাত্রা করছিলেন বিহারের এই প্রাক্তন বিধায়ক। হঠাৎ মধ্যরাতে ব্রেক চাপলেন ট্রেনের লোকো পাইলট।
শনিবার কিষাণগঞ্জ থেকে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নম্বর ১২৪২৩-ট্রেনটি অন্যদিনের মতোই নিজের গতিতে চলছিল, সেই ট্রেনেই যাত্রা করছিলেন বিহারের এই প্রাক্তন বিধায়ক। হঠাৎ মধ্যরাতে ব্রেক চাপলেন ট্রেনের লোকো পাইলট।
advertisement
4/17
ট্রেন থামার সঙ্গে সঙ্গেই হাজার হাজার যাত্রী হতবাক হয়ে যান এবং আরপিএফ এবং জিআরপি কর্মীরা হুড়মুড়িয়ে ছুটে আসেন ট্রেনের এইচ-1বগিতে। বগিতে পৌঁছানোর পর যে দৃশ্য দেখেন তাঁরা, মুহূর্তে সবাই হতবাক!
ট্রেন থামার সঙ্গে সঙ্গেই হাজার হাজার যাত্রী হতবাক হয়ে যান এবং আরপিএফ এবং জিআরপি কর্মীরা হুড়মুড়িয়ে ছুটে আসেন ট্রেনের এইচ-1বগিতে। বগিতে পৌঁছানোর পর যে দৃশ্য দেখেন তাঁরা, মুহূর্তে সবাই হতবাক!
advertisement
5/17
বস্তুত বিহারের একসময়ের বিধায়ক তৌসিফ আলম সেই সময় ডিব্রুগড় রাজধানী ট্রেন নম্বর ১২৪২৩-এর H1 কোচে ভ্রমণ করছিলেন। রেল তৌসিফ আলমকে উপরের বার্থে জায়গা দিয়েছিল। তৌসিফ আলম উপরের বার্থে আরামে ঘুমাচ্ছিলেন।
বস্তুত বিহারের একসময়ের বিধায়ক তৌসিফ আলম সেই সময় ডিব্রুগড় রাজধানী ট্রেন নম্বর ১২৪২৩-এর H1 কোচে ভ্রমণ করছিলেন। রেল তৌসিফ আলমকে উপরের বার্থে জায়গা দিয়েছিল। তৌসিফ আলম উপরের বার্থে আরামে ঘুমাচ্ছিলেন।
advertisement
6/17
মধ্যরাতের পর তৌসিফ আলমের বাথরুমের বেগ আসে। কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কীভাবে নামবেন। আর ঠিক তখনই বার্থের পাশের সিঁড়ি দিয়ে নামার পরিবর্তে, তৌসিফ আলম ট্রেনের চেইন টেনে ধরেন। আর এই ভাবে অতর্কিতে চেইন টানার কারণে হঠাৎ ট্রেনটি হুড়মুড় করে থেমে যায়।
মধ্যরাতের পর তৌসিফ আলমের বাথরুমের বেগ আসে। কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কীভাবে নামবেন। আর ঠিক তখনই বার্থের পাশের সিঁড়ি দিয়ে নামার পরিবর্তে, তৌসিফ আলম ট্রেনের চেইন টেনে ধরেন। আর এই ভাবে অতর্কিতে চেইন টানার কারণে হঠাৎ ট্রেনটি হুড়মুড় করে থেমে যায়।
advertisement
7/17
এমার্জেন্সি ব্রেকে ট্রেন থামতেই ট্রেনে থাকা RPF কর্মীরা H-1 কোচের দিকে ছুটে যান কারণ কন্ট্রোল রুম বলছে সেখানেই চেইন টানার ঘটনা ঘটেছে। RPF কর্মীরা ওই নেতাকে জিজ্ঞাসা করেন,
এমার্জেন্সি ব্রেকে ট্রেন থামতেই ট্রেনে থাকা RPF কর্মীরা H-1 কোচের দিকে ছুটে যান কারণ কন্ট্রোল রুম বলছে সেখানেই চেইন টানার ঘটনা ঘটেছে। RPF কর্মীরা ওই নেতাকে জিজ্ঞাসা করেন, "কেন চেইন টেনেছেন?"
advertisement
8/17
উত্তরে তৌসিফ আলম যা বলেন তা শুনে বিস্ফারিত হয়ে যায় সকলের চোখ। তিনি বলেন, ওই চেইনের সাহায্যেই আসলে উপরের বার্থ থেকে নীচে নেমেছেন। RPF কর্মীরা যখন তাঁর পরিচয় জানতে চান, তখন তিনি নিজেকে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তৌসিফ আলম হিসেবে পরিচয় দেন।
উত্তরে তৌসিফ আলম যা বলেন তা শুনে বিস্ফারিত হয়ে যায় সকলের চোখ। তিনি বলেন, ওই চেইনের সাহায্যেই আসলে উপরের বার্থ থেকে নীচে নেমেছেন। RPF কর্মীরা যখন তাঁর পরিচয় জানতে চান, তখন তিনি নিজেকে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তৌসিফ আলম হিসেবে পরিচয় দেন।
advertisement
9/17
মাননীয় প্রাক্তন বিধায়কের এহেন কর্মকাণ্ডে সকলেই হতবাক হয়ে যান। রেল সূত্রে জানা গিয়েছে সেদিন ওই নেতা তৌসিফ আলমের এই আজব কাজের কারণে ট্রেনটি কয়েক মিনিটের জন্য থামানো হয়েছিল।
মাননীয় প্রাক্তন বিধায়কের এহেন কর্মকাণ্ডে সকলেই হতবাক হয়ে যান। রেল সূত্রে জানা গিয়েছে সেদিন ওই নেতা তৌসিফ আলমের এই আজব কাজের কারণে ট্রেনটি কয়েক মিনিটের জন্য থামানো হয়েছিল।
advertisement
10/17
কারণ চেইন টানা যে সে ঘটনা নয়। আচমকা অকারণ চেইন টানার ঘটনায় বেশ বিপাকে পড়তে হয় আরপিএফ এবং জিআরপিকে। উপযুক্ত কারণ ব্যাখ্যা করে কাগজপত্র তৈরি করতে হয়। বিশেষ করে সেটি যদি রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন হয়, তাহলে তো আরও বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।
কারণ চেইন টানা যে সে ঘটনা নয়। আচমকা অকারণ চেইন টানার ঘটনায় বেশ বিপাকে পড়তে হয় আরপিএফ এবং জিআরপিকে। উপযুক্ত কারণ ব্যাখ্যা করে কাগজপত্র তৈরি করতে হয়। বিশেষ করে সেটি যদি রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন হয়, তাহলে তো আরও বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।
advertisement
11/17
এই কারণে সেদিনও আরপিএফ ট্রেন সুপারিনটেনডেন্ট ওয়াই কে রানাকে সঙ্গে নিয়ে একটি যৌথ বিবৃতি লিখে দেন। কারণ চেইন টানার বিষয়ে রেলের অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। বিনা কারণে চেইন ট্রেনে রেলের যাত্রা বিঘ্নিত করলে তা রীতিমতো জরিমানা যোগ্য অপরাধ।
এই কারণে সেদিনও আরপিএফ ট্রেন সুপারিনটেনডেন্ট ওয়াই কে রানাকে সঙ্গে নিয়ে একটি যৌথ বিবৃতি লিখে দেন। কারণ চেইন টানার বিষয়ে রেলের অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। বিনা কারণে চেইন ট্রেনে রেলের যাত্রা বিঘ্নিত করলে তা রীতিমতো জরিমানা যোগ্য অপরাধ।
advertisement
12/17
রেল কর্তৃপক্ষও এখন প্রাক্তন বিধায়ক তৌসিফ আলমকে নিয়ে রীতিমতো বিভ্রান্ত। তবে, তৌসিফের বক্তব্য শুনে মনে হয় তিনি এটি সম্পর্কে অবগতই ছিলেন না, তবে তিনি স্বীকার করে নেন তাঁর ভুল হয়েছে বলে।
রেল কর্তৃপক্ষও এখন প্রাক্তন বিধায়ক তৌসিফ আলমকে নিয়ে রীতিমতো বিভ্রান্ত। তবে, তৌসিফের বক্তব্য শুনে মনে হয় তিনি এটি সম্পর্কে অবগতই ছিলেন না, তবে তিনি স্বীকার করে নেন তাঁর ভুল হয়েছে বলে।
advertisement
13/17
এমন পরিস্থিতিতে তৌসিফ আলমকে নিয়ে প্রশ্ন উঠেছে চারবারের বিধায়ক হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে লাইমলাইটে আসার জন্যই কি এই ভুল করেছিলেন বিহারের এই নেতা? নাকি এটি একটি সম্পূর্ণ অজান্তে করা ভুল ছিল?
এমন পরিস্থিতিতে তৌসিফ আলমকে নিয়ে প্রশ্ন উঠেছে চারবারের বিধায়ক হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে লাইমলাইটে আসার জন্যই কি এই ভুল করেছিলেন বিহারের এই নেতা? নাকি এটি একটি সম্পূর্ণ অজান্তে করা ভুল ছিল?
advertisement
14/17
প্রসঙ্গত, তৌসিফ আলম ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বাহাদুরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু তিনি ২০২০ সালের বিধানসভা নির্বাচনে হেরে যান। ২০০৫ সালের নির্বাচনে জয়লাভের পর, তিনি ২৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিধায়ক হন।
প্রসঙ্গত, তৌসিফ আলম ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বাহাদুরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু তিনি ২০২০ সালের বিধানসভা নির্বাচনে হেরে যান। ২০০৫ সালের নির্বাচনে জয়লাভের পর, তিনি ২৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিধায়ক হন।
advertisement
15/17
সম্প্রতি, তৌসিফ আলম AIMIM-এ যোগ দিয়েছেন। সম্প্রতি, তিনি আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতে হায়দ্রাবাদে যোগদান করেন। জল্পনা চলছে যে আসাদউদ্দিন ওয়াইসির দলে যোগদানের পর, ২০২৫ সালের নির্বাচনে বাহাদুরগঞ্জ বিধানসভার রাজনৈতিক পরিবেশ বদলে যেতে চলেছে।
সম্প্রতি, তৌসিফ আলম AIMIM-এ যোগ দিয়েছেন। সম্প্রতি, তিনি আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতে হায়দ্রাবাদে যোগদান করেন। জল্পনা চলছে যে আসাদউদ্দিন ওয়াইসির দলে যোগদানের পর, ২০২৫ সালের নির্বাচনে বাহাদুরগঞ্জ বিধানসভার রাজনৈতিক পরিবেশ বদলে যেতে চলেছে।
advertisement
advertisement
advertisement