তিনি জানান, “বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী ইতিহাস বিষয় নিয়ে ভীতির মধ্যে থাকে। অনেকেই গুরুত্বপূর্ন সন তারিখ গুলিয়ে ফেলে। তবে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। অন্যান্য বিষয়ের মতন এখন ইতিহাসেও নম্বর তোলা অনেক বেশ সহজ। শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই দারুণ নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা।”
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ির ব্রেক কষতেই ভেদ করে ঢুকে পড়ল লোহার বিম! মারাত্মক পরিণতি চালকের
advertisement
১) সম্পূর্ন বই রিভিশন: শেষ মুহূর্তে নতুন করে শেখার কিছুই থাকে না। শুধু পুরনো জানা বিষয় গুলি ভাল করে রিভিশন করে নেওয়া উচিত। তাই টেক্সট বই ভাল করে রিভিশন করে নিতে হবে। তাহলেই ভাল নম্বর পাওয়া যাবে।
২) ছোট প্রশ্নের উপর জোর: ছোট প্রশ্নের ওপর জোর দিয়ে বেশ কিছুটা নম্বর সহজেই তোলা যাবে। সেজন্য জানা বিষয় গুলিকে ভাল করে রিভিশন করতে হবে।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই প্রায় ১৫টি দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক
৩) টেক্সট বইয়ের ওপর জোর: সারাবছর নোট বই পড়া হয়েছে। এখন আর নোট বই পড়ার সময় নেই। তাই টেক্সট বইয়ের গুরুত্বপূর্ন জায়গা ধরে ধরে ভাল করে পড়তে হবে। তবেই পরীক্ষায় হলে বসে মাথায় ছোট ছোট বিষয় গুলি থাকবে।
৪) প্রশ্ন ভাল মতন পড়ে নেওয়া: পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে আগে ভাল মতন পড়ে নিতে হবে সম্পূর্নটা। যাতে জানা প্রশ্ন গুলিকে শনাক্ত করা যায়। এর ফলে খাতার প্রথমেই ভুল লেখার সম্ভবনা কমবে।
৫) শান্ত ভাবে উত্তর লেখা: অস্থির মন নিয়ে লেখা চলবে না। শান্ত মনে ধরে ধরে প্রশ্নের উত্তর লিখতে হবে। নাহলে তাড়াহুড়োতে জানা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া যায় তবে ভাল নম্বর আসবে পরীক্ষায়।
এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে হবে। তারপর পরীক্ষা দিতে বসলে যেকোনও মাধ্যমিক পরীক্ষার্থী খুব সহজেই ইতিহাসে ভাল নম্বর পাবে। পরীক্ষার্থীদের খুব একটা চিন্তায় থাকতে হবে না ভাল নম্বর পাওয়ার ক্ষেত্রে।
Sarthak Pandit