প্রথমত, মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বইয়ে পরিবেশের জন্য ভাবনা নামের একটি সহজ চ্যাপ্টার রয়েছে। এখান থেকে খুব সহজ প্রশ্ন আসে সেজন্য ছাত্র-ছাত্রীরা এই অধ্যায়টি মুখস্থ করলেই ভাল নম্বর পাবে সহজেই।
আরও পড়ুন: মাধ্যমিক ইংরেজিতে ভয়েস চেঞ্জের ভয় কাটান, উপায় দিলেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক
আরও পড়ুন: মাধ্যমিক ইংরেজিতে ছাঁকা নম্বর তুলতে দারুণ টিপস দিলেন জেলা স্কুলের শিক্ষক, জানুন
advertisement
দ্বীতিয়ত, গ্যাসের ধর্মের চ্যাপ্টারের বয়েলস ল, চার্লস ল রয়েছে, তবে এবছর অ্যাভোগাড্রো প্রকল্পের উপর জোর দিতে হবে ছাত্র-ছাত্রীদের। এরপর তাপ এবং আলো অধ্যায় কয়েকটি সাধারণ সূত্র মুখস্থ করতে হবে ছাত্র-ছাত্রীদের। এখানে ছোট ছোট সংজ্ঞা মেরু, ফোকাস বিন্দু, প্রধান অক্ষের মত বেশ কয়েকটি সংজ্ঞা রয়েছে, যা মুখস্থ করলে ছাত্র-ছাত্রীরা খুবই লাভবান হবেন। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের ছবি আঁকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এরপর রয়েছে তড়িৎ-এর অধ্যায়, সেখানেও রয়েছে বেশ কয়েকটি সূত্র। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রসায়ন বিদ্যা সেখানে পর্যায় সারনি, আয়নীয় ও সমযোজী বন্ধন রয়েছে, যেখানের লুইস ডট চিত্র খুবই গুরুত্বপূর্ণ। পরে রয়েছে ধাতুবিদ্যা, সেখানে ধাতুর উৎস এবং তাদের ব্যবহার সম্বন্ধে জানতে হবে। জৈব রসায়নের মধ্যে আইইউপ্যাক নাম, পলিমার, মনোমার সম্বন্ধে পড়লেই ছাত্র-ছাত্রীরা সহজেই ভাল নম্বর পাবে বলে জানিয়েছেন পুরন্দরপুর এইচএইচডি হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক সৈকত স্বর্ণকার।
নবাব মল্লিক