Madhyamik Exam 2023: মাধ্যমিক ইংরেজিতে ছাঁকা নম্বর তুলতে দারুণ টিপস দিলেন জেলা স্কুলের শিক্ষক, জানুন

Last Updated:

Madhyamik Exam 2023: কয়েকটি বিষয় মাথায় রাখলেই ছাঁকা কুড়ি নম্বর হাতের মুঠোয়। কী ভাবে ক্র্যাক করবেন মাধ্যমিক ২০২৩-এর ইংরেজি। দেখুন

+
ইংরেজিতে

ইংরেজিতে ছাঁকা নম্বর তুলতে দারুণ টিপস

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়ের মুখ থেকে সরাসরি জেনে নিন কী ভাবে রিডিং কম্প্রিহেনশন ( সিন ) থেকে সম্পূর্ণ নম্বর তুলতে হবে।
মাধ্যমিক পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন (সিন)-এ ১২ নম্বর প্রোস থেকে এবং ৮ নম্বর পোয়েম থেকে আসে। প্রথম ১২ নম্বর প্রোস থেকে তুলতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল সহজ সরল ভাষায় উত্তর লিখতে হবে। খুব কঠিন ভাষায় উত্তর লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই ১২ নম্বরে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কমপ্লিট দা ফলোইং এবং ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ফুল মার্কস পেতে রইল বিশিষ্ট শিক্ষকের টিপস
অন্যান্য সাবজেক্টের মতো ইংরেজিতে শর্ট কোয়েশ্চেনে কোনও অপশন থাকে না। ট্রু ফলস কোয়েশ্চেনগুলোর উত্তর লিখতে গেলে প্রথমে বাক্যটি পড়ে ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে একটা সাপোর্টিং বাক্য দিতে হবে। কমপ্লিট দা ফলোইং সেন্টেন্স-এর ক্ষেত্রে টেন্স খেয়াল রেখে উত্তর দিতে হবে। বাকি যে ৮ নম্বরের অংশটি কবিতা থেকে আসে সেখানে মূলত দুই নম্বরের প্রশ্ন থাকে। ছোট ছোট বাক্যে টু দি পয়েন্ট উত্তর লিখলেই কিন্তু পূর্ণ নম্বর উঠে আসবে।
advertisement
বিশেষ দ্রষ্টব্য
১) রিডিং কম্প্রিহেনসন (সিন) এ মোট ২০ নম্বর থাকে।
২) ১২ নম্বর প্রোস থেকে ৮ পোয়েম থেকে
৩) ১২ নম্বরে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কমপ্লিট দা ফলোইং এবং ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন থাকে
৪)সহজ সরল ভাষায় উত্তর লিখতে হবে।
নীলাঞ্জন ব্যানার্জি
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2023: মাধ্যমিক ইংরেজিতে ছাঁকা নম্বর তুলতে দারুণ টিপস দিলেন জেলা স্কুলের শিক্ষক, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement