৫ নম্বর প্রশ্নের উত্তর লিখতে গেলে সবথেকে আগে মাথায় রাখতে হবে উপস্থাপন। সুন্দর উপস্থাপনের মাধ্যমেই কিন্তু উত্তরপত্র সেজে ওঠে এবং সেই উত্তরপত্রের হাত ধরেই পরীক্ষক নম্বর দিতে ইচ্ছুক হন তাই ৫ নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখার সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা জানতে চেয়েছে তা যথার্থ ভাবে লিখতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের জন্য জীবন বিজ্ঞানে কী পড়বে? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট সাজেশন
advertisement
৫ নম্বরের বড় প্রশ্ন কখনও কখনও থাকে তিন এবং দুই নম্বরের প্রশ্নে বিভক্ত। সে ক্ষেত্রে ৩ নম্বরের প্রশ্নে তিনটি পয়েন্ট এবং ২ নম্বরের প্রশ্নের দুটি পয়েন্ট লিখতে হবে। আবার কখনও কখনও পাঁচ নম্বরের প্রশ্ন সংজ্ঞা মূলক আসে, সে ক্ষেত্রে যথার্থভাবে পাঁচটি পয়েন্ট সাজিয়ে উত্তর লিখতে হবে। বাঁকুড়া জেলার উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক গনেশ ভাণ্ডারী মহাশয় এমনটিই জানিয়েছেন।
Nilanjan Banerjee